নিজস্ব প্রতিবেদন:  ইউনেস্কো নিরপেক্ষ নয়। অভি‌যোগ এমনই। ইজরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের জন্য রাষ্ট্রসংঘের ওই সাংস্কৃতিক শাখা থেকে বেরিয়ে ‌যাওয়ার সিদ্ধান্ত নিল মার্কিন ‌যুক্তরাষ্ট্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদুত নিকি হারলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন, মার্কিন স্বার্থ বিরোধী কোনও নীতির সঙ্গে আপোষ করবে না ওয়াশিংটন। বিভিন্ন ক্ষেত্রে ইজরায়েল বিরোধী নীতি নিয়েছে ইউনেস্কো। এনিয়ে বহুবার সংস্থার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইউনেস্কোর উদ্দেশ্য খুবই মহৎ। কিন্তু তা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট। এর জন্য মার্কিন ‌যুক্তরাষ্ট্রকে বহুবার অস্বস্তিতে পড়তে হয়েছে।


আরও পড়ুন-চোর-পুলিস খেলা! অল্পের জন্য হাতছাড়া বিমল গুরুং


সংবাদ মাধ্যমে খবর, আগামী বছর থেকেই ইউনেস্কো ছাড়ছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, হঠাৎ ইউনেস্কো ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং একের পর এক খামখেয়ালি সিদ্ধান্ত ও ইজরায়েলের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রসঙ্গত, ইজরায়েল ইউনেস্কো থেকে সরে আসার চিন্তাভাবনা করছে বলে সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। ওই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন ‌যুক্তরাষ্ট্র সরে আসার কথা ঘোষণা করে। মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতেনইয়াহু । তিনি বলেন, ইউনেস্কো ক্রমশ হাস্যকর হয়ে উঠছে। খুবই সাহসী সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র।  


রাষ্ট্রসংঘে মার্কিন রাষ্ট্রদুত আরও জানিয়েছেন, সম্প্রতি পুরনো হেব্রন শহর ও সেখানকার এক সমাধিস্থলকে প্যালেস্টাইনের এলাকা বলে ঘাষণা করেছে ইউনেস্কো। এছাড়াও সিরিয়ার শাসক বাসার আল আসাদকে ইউনেস্কোর মানবাধিকার কমিটিতে রাখা হয়েছে। এক থেকে কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্ত আর হয় না। এর প্রতিবাদ করছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র।


আরও পড়ুন-গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করল পুলিস