জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউএফও বা 'আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট' দেখা গিয়েছে মার্কিন মিলিটারি ঘাঁটির আকাশে! যা নিয়ে স্বাভাবিক ভাবেই কৌতূহলের অনুসন্ধানের অন্ত নেই। এ সংক্রান্ত একটি ভিডিয়ো ক্লিপও প্রকাশিত হয়েছে। ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে এটা প্রথম প্রকাশিত হয়েছে। সেখানে এটি পোস্ট করেছেন শিল্পী ও ফিল্মমেকার জেরেমি করবেল। পরে ভিডিয়োটি অন্য সোশ্যাল মিডিয়াতেও প্রকাশিত হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Hottest Year: গত ১ লাখ বছরের মধ্যে এ গ্রহের উষ্ণতম বছর ছিল ২০২৩!


কী দেখা গিয়েছে আকাশে? জেলিফিশের মতো একটা বস্তুকে আকাশে দেখা গিয়েছে। সেটি উড়ে যাচ্ছে, বেশ একটু দ্রুতই।



শুধু মার্কিন দেশের আকাশেই নয়। এই মুহূর্তে ইউএফও নিয়ে সারা পৃথিবীতেই সচেতনতা রয়েছে, কৌতূহল রয়েছে, সন্ধান রয়েছে। ইউএফও-র রহস্যভেদ নিয়ে প্রতিটি দেশই উদগ্রীব। অন্যান্য দেশ এ ব্যাপারে আবার বহুদিন থেকেই আমেরিকাকে দোষীর আসনে বসিয়ে রেখেছে। তাদের অভিযোগ জো বাইডেনের দেশ ইউএফও-রহস্য ভেদ করেছে, কিন্তু তা জনসমক্ষে তুলে ধরছে না। কেননা, এতে তাদের বিশেষ ইন্টারেস্ট রয়েছে। ইউএফও-কে প্রকারান্তরে কাজে লাগাচ্ছে মার্কিন প্রতিরক্ষা।


আরও পড়ুন: Layoff: কয়েকমিনিটের ফোনকলেই চাকরি গেল ২০০ কর্মীর! বিনা মেঘে বজ্রপাত...


এবার যে ইউএফও নিয়ে এত আলোচনা চলছে, সেটি সাদা-কালো রঙের। বস্তুটি নিজেই একটি লেকে ডুবে থাকে। কিছুক্ষণ ছাড়া-ছাড়া ভেসে ওঠে। মোটামুটি ১৭ মিনিট ছাড়া-ছাড়া এটি জল থেকে ভেসে ওঠে। ৪৫ ডিগ্রি কোণে দ্রুত গতিতে ছুটে যায় এটি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)