Rishi Sunak Video: বিলেতে প্রধানমন্ত্রীর দৌড়ে গোমাতা-শরণ, দ্বীপ জেলে আরতি নারায়ণমূর্তির জামাইয়ের
ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁসার থালা হাতে নিয়ে পুরোহিতের নির্দেশ মতো গোমাতার আরতি করছেন ঋষি। চারপাশে ছিটিয়ে দিচ্ছেন পবিত্র জল। প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ নিচ্ছেন দম্পতি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটেনে প্রধানমন্ত্রীর কুর্সির দৌড়ে পিছিয়ে পড়েছেন ঋষি সুনক। লড়াইয়ে এগিয়ে মূল প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাস। রিপোর্টে দাবি, লিজেরই প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। তবে কি স্বপ্নভঙ্গ হতে চলেছে নারায়ণমূর্তির জামাইয়ের? তা হতে না দিতেই এবার আসরে নামলেন সুনক। লন্ডনের রাস্তায় স্ত্রী অক্ষতা মূর্তির সঙ্গে গোমাতার পুজো করলেন তিনি। আর মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁসার থালা হাতে নিয়ে পুরোহিতের নির্দেশ মতো গোমাতার আরতি করছেন ঋষি। চারপাশে ছিটিয়ে দিচ্ছেন পবিত্র জল। প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ নিচ্ছেন দম্পতি। স্বাভাবিকভাবেই, ভিডিও ভাইরাল হওয়ার পর ঋষি-অক্ষতার ভূয়সী প্রশংসা করেছে ভারতীয়রা।
তবে এই নয়, জন্মাষ্টমীতে স্ত্রীকে নিয়েই ইসকন মন্দিরে গিয়েছিলেন ঋষি। শ্রীকৃষ্ণের আরাধানায় মেতে জন্মাষ্টমী পালন করেন। ২০২০ সালে বিলেতে দীপাবলি উদযাপন করেও ভারতীয়দের মন জয় করেছিলেন ঋষি। তবে একাংশের মতে, প্রধানমন্ত্রিত্বের দৌড়ে পিছিয়ে গিয়ে বুঝে শুনেই হিন্দুত্বের তাস খেলছেন ঋষি সুনাক। ব্রিটেন জুড়ে প্রায় ১৫ লক্ষ ভারতীয়র সমর্থন পেতেই এই কৌশল বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।