COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: আফ্রিকার সবচেয়ে বড় প্রজাতির এক সাপকে ঘিরে এক মর্মান্তিক খবর। নাইজেরিয়ার এক প্রত্যন্ত গ্রামে ক দিন ধরেই এক বাছুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমন সময় এক গ্রামবাসী দেখতে পান বড় একটা পাইথন। গোটা গ্রামে রটে যায় ওই পাইথনটনাই নাকি বাছুরটা খেয়েছে। সন্দেহটা তীব্র হয় পাইথনের ফোলা পেট দেখে। সবাই দেখেন পাইথনটা খুব ধীরে চলছে, পেটটা এতটাই ফুলে রয়েছে যে চলতে পারছে না।  


আরও পড়ুন- ট্রাম্পের জয়ের এটাই কী আসল কারণ


বাছুর মারার প্রতিশোধ নিতে গ্রামের বেশ কয়েকজন লাঠি নিয়ে পাইথনটি তাড়া করে, ধরে, মেরে দেয়। বাছুরটা বের করে আনার জন্য পাইথনটির পেট কাটা হয়। কিন্ত পেট কাটার পর দেখা যায় পাইথনটির পেটটা ফোলা ছিল, কারণ সে গর্ভবতী। পেট কেটে দেখা যায় অন্তত ডজনখানেক ডিম ভিতরে রয়েছে।


যদিও এই খবরটার পিছনে আরও একটা মারাত্মক অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, নাইজেরিয়ার যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার মানুষরা সাপের ডিম খেতে দারুণ পছন্দ করে। পাইথনের পেটে ডিম আছে জেনে ইচ্ছাকৃতভাবেই ওখানকার মানুষরা এই কাজ করেছেন।