বিমান দূর্ঘটনায় ৩ সন্তানকে হারিয়ে ফের নবজাতকের জন্ম দিলেন `জননী`
জীবন সব কেড়ে নিয়েছিল এক লহমায়। ৫ জনের পরিবারে ৩ জনের মৃত্যু। এক জনের বয়স ১৩, একজনের ১২, শেষ জনের বয়স ছিল ১০। মা, বাবা ও তিন সন্তান, এই সুখী পরিবারে বিরহ নিয়ে এসেছিল ইউক্রেনে এমএইচ সেভেনটিন (MH17) বিমান দূর্ঘটনা। ২০১৪ সালের ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিজের তিন সন্তানকেই হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার দম্পতি। সন্তান হারা মা দিনের পর দিন বিমর্ষ হয়ে পড়েছিলেন। সকালের ঘুম ভাঙতো বিমান ভেঙে পড়ার শব্দে, রাতে মাথার বালিশ ভিজে যেতো নোনতা জলে। এভাবেই কেটেছে জীবনের আরও দু দুটি বছর। জীবনের কালো মেঘে হঠাৎ আলো নিয়ে এল নবজাতক `ভায়োলেট`। ৩ সন্তান হারা মা জন্ম দিলেন নবজাতকের।
ওয়েব ডেস্ক: জীবন সব কেড়ে নিয়েছিল এক লহমায়। ৫ জনের পরিবারে ৩ জনের মৃত্যু। এক জনের বয়স ১৩, একজনের ১২, শেষ জনের বয়স ছিল ১০। মা, বাবা ও তিন সন্তান, এই সুখী পরিবারে বিরহ নিয়ে এসেছিল ইউক্রেনে এমএইচ সেভেনটিন (MH17) বিমান দূর্ঘটনা। ২০১৪ সালের ভয়াবহ বিমান দূর্ঘটনায় নিজের তিন সন্তানকেই হারিয়েছিলেন অস্ট্রেলিয়ার দম্পতি। সন্তান হারা মা দিনের পর দিন বিমর্ষ হয়ে পড়েছিলেন। সকালের ঘুম ভাঙতো বিমান ভেঙে পড়ার শব্দে, রাতে মাথার বালিশ ভিজে যেতো নোনতা জলে। এভাবেই কেটেছে জীবনের আরও দু দুটি বছর। জীবনের কালো মেঘে হঠাৎ আলো নিয়ে এল নবজাতক 'ভায়োলেট'। ৩ সন্তান হারা মা জন্ম দিলেন নবজাতকের।
অ্যান্টনি মাসলিন এবং মারতি নরিসের ঘরে এল 'লক্ষ্মী'। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মা মরতি নরিস। মেয়ের নাম রেখেছেন ভায়োলেট মে মাসলিন।
নবজাতকের জন্মের অভিব্যক্তি ব্যক্ত করেছেন মা নরিস, "ভায়োলেট আমাদের জীবনে কিঞ্চিত আশার আলো নিয়ে এসেছে। আমাদের হৃদয় দুলিয়ে দিয়েছে ও। আমার চার সন্তানকেই সমান ভাবে ভালোবাসব আমারা"।
পিতা অ্যান্টনির গলা তখনও কিছুটা কাঁদো কাঁদো। বললেন, "নরক যন্ত্রণার থেকে মুক্তি দিল ভায়োলেট"।