ওয়েব ডেস্ক: Volvo Gran Artic 300- এই বাসটাই হতে চলেছে পৃথিবীর সবথেকে বড় বাস। ব্রাজিলের রিও দি জেনেরিওতে ভোলভো তার ড্রিম প্রোজেক্টের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে ফেলেছে ইতিমধ্যেই, এবার কেবল অপেক্ষা পৃথিবীর মানচিত্রের বড় বড় মেট্রো শহরগুলোতে এই বাসের সফর। ৩০ মিটার লম্বা Volvo Gran Artic 300 অন্তত ৩০০ জনকে নিজের উদর দেশে বহন করতে পারবে। সোজা কথায় ৩০০ যাত্রী অনায়াসেই এই বাসে যাত্রা করতে পারবে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


তবে এই বাস কিন্তু সব রাস্তায় চলবে না। এই বাস চলাচলের জন্য দরকার আলাদা লেন, যেখানে কোনও ভাবেই বাধা পাবে না এই বাসের গতিবিধি। গুয়েতামালা, মেক্সিকো সিটি, সান্তিয়াগো, সালভাদোর প্রভৃতি শহরগুলোতে টেস্ট ড্রাইভ চালানো হবে পৃথিবীর সব থেকে বড় বাসের।