নিজস্ব প্রতিবেদন: গুলির বর্ষণে কেঁপে উঠল ওয়াশিংটন। রবিবার একটি জনসমাবেশের মাঝেই এই ব্যক্তি অবৈধ বন্দুক থেকে গুলি ছুঁড়তে শুরু করেন। আচমকা এই ঘটনায় হতচকিত হন সকলেই। গুলিতে ঝাঁঝড়া হয়ে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এক কিশোর৷ এই ঘটনায় আহত হন আরও তিন জন। এদের মধ্যে রয়েছেন এক পুলিস কর্মীও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেট্রোপলিটন পুলিস ডিপার্টমেন্টের তরফে ফক্স নিউজকে বলা হয়েছে যে, মোয়েসেলার একটি অনুষ্ঠানে ওই পুলিস কর্মী ভিড় নজরদারী করতে মোতায়েন ছিলেন। সেই সময় তিনিও গুলিতে আহত হন। পাল্টা গুলি চালিয়ে ওই ভিড়ের মধ্যে আরও অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি করতে চাননি বলেই জানান হয়েছে৷ 


মেট্রোপলিটন পুলিস ডিপার্টমেন্টের চিফ অফিসার রবার্ট জে কন্টি জানান, ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। এছাড়াও পুলিস অফিসার সহ দুজন আহত হয়েছে গুলিতে। যদিও ঘটনার পর পরই ওই কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শেষরক্ষা হয়নি। বাকি আহতদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাদের চিকিৎসা চলছে৷ 


পুলিসকর্তা কন্টি জানান যে এই ঘটনায় যে বা যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি এও বলেন এরকম বড় জনবসতিপূর্ণ এলাকায় সমাবেশে একটি বন্দুকই যথেষ্ট এমন ভয়াবহ পরিস্থিতি তৈরির ক্ষেত্রে। তবে যে বন্দুকটি থেকে গুলি করা হয় তা অবৈধ বলে জানিয়েছে পুলিস। পাওয়া গিয়েছে অতিরিক্ত ম্যাগাজিনও। ওই এলাকার মেয়র জানিয়েছেন যে দোষীদের খুঁজে তাদের এই ঘটনার জন্য যথাযথ শাস্তি দেওয়া হবে৷


আরও পড়ুন, Visa to Afghan Sikhs: কাবুলের গুরুদ্বারে জঙ্গি হামলা, জরুরি ভিত্তিতে ১০০ জন শিখ ও হিন্দুকে ই-ভিসা কেন্দ্রের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)