নিজস্ব প্রতিবেদন: চরম উত্তেজনায় শেষ হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচন। শেষপর্যন্ত দেশের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে হোয়াইট হাউসে যাচ্ছেন ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন। দুনিয়ার অন্যতম শক্তিশালী দেশ কী সুবিধে দেয় তার প্রেসিডেন্টকে! দেখে নিন তালিকা-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বেতন


৪ লাখ মার্কিন ডলার। বিনোদন ভাতা হিসেবে ১৯,০০০ ডলার। ভ্রমণভাতা বছরে ১ লাখ ডলার। অন্যান্য খরচ ৫০,০০০ ডলার। 


অবসরের পর পেনশন ২ লাখ মার্কিন ডলার। মৃত্যুর পর স্ত্রী পান ১ লাখ মার্কিন ডলার।


আরও পড়ুন-বন্দুক হাতে তুলে নেওয়া ছাড়া জম্মু-কাশ্মীরের তরুণদের সামনে আর কোনও রাস্তা নেই'  


বাসভবন


রাষ্ট্রপতি হওয়ার পর হোয়াইট হাউসেই থাকবেন জে বাইডেন। রাষ্ট্রপতির ব্যবহারের জন্য রয়েছে ১৩২টি ঘর, ২৮ ফায়ারপ্লেস, ৩৫ বাথরুম। রয়েছে সিনেমা হল, সুইমিং পুল ও জগিং করার জায়গা, কাজের লোক।


নিরাপত্তা


মার্কিন রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত থাকেন ফেডারেল গোয়েন্দারা।


গাড়ি


যে গাড়িতে চড়ে মার্কিন রাষ্ট্রপতি ঘোরেন সেটিকে দুনিয়ার সবচেয়ে নিরাপদ বলে দাবি করা হয়ে থাকে।  লিমুজিন-এর ওই গাড়িটিতে রয়েছে  ক্ষেপণাস্ত্র, রাসায়নিক অস্ত্র মোকাবিলার ব্যবস্থা। রয়েছে অক্সিজেন, ব্লাডব্যাঙ্কের ব্যবস্থা।


আরও পড়ুন-উত্তেজনা চরমে; বিহারের মসনদে এবার যুবা তেজস্বী নাকি ফের নীতীশ, আগামিকাল ভোটগণনা  


এয়ারফোর্স ওয়ান


মার্কিন রাষ্ট্রপতি যে বিমানে চড়েন সেটি হল এয়ারফোর্স ওয়ান। যে কোনও ধরনের হামলা প্রতিহত করার ক্ষমতা রয়েছে এই বিমানটিতে। অত্যন্ত বিলাসবহুল এই বিমানের জ্বালানী ভরা যায় আকাশেই।


পার্বত্য আবাস


মার্কিন রাষ্ট্রপতির পার্বত্য আবাস হল ক্যাম্প ডেভিড। মেরিল্যান্ডে পাহাড়ের ওপরে ১২৮ একর জমির ওপরে তৈরি এই আবাস।