স্বরূপ দত্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আপনাদের বাড়িতে কি কখনও গ্রামাফোন ছিল? না-ই থাকতে পারে। আবার কারও কারও বাড়িতে এখনও রয়েছে সেই পুরোনো দিনের কলের গান। যদি গ্রামাফোন বাড়িতে না-ও থাকে, আমার মনে হয়, আপনারা সকলেই কখনও না কখনও পুরোনো দিনের গান শোনার গ্রামাফোনের রেকর্ড দেখেছেন। তাতে অবশ্যই রেকর্ড কোম্পানি HMV এর লোগো দেওয়া থাকতো। বড় গোল কালো রঙের রেকর্ডের মাঝখানটায় উজ্জ্বল লাল রঙের ওই লোগোটা আজও অনেকের স্মৃতিতে ভাসে নিশ্চয়ই। লোগোটার বিশেষত্ব ছিল, একটি গ্রামাফোন বাজছে আর তার সামনে মন দিয়ে বসে গান শুনছে একটি কুকুর।


আরও পড়ুন দাড়ি নিয়ে পৃথিবীর সেরা ১০ তথ্য


শুধু রেকর্ডই বা কেন! পরবর্তীকালে ক্যাসেটের মধ্যেও তো লোগোটা দেখেছেন। কিন্তু জানেন কি যে, ওই কুকুরটার নাম কী ছিল? অনেকেই জানেন। যাঁরা জানেন, তাঁদের অভিনন্দন। আর জানেন না, কোনও অসুবিধা নেই। এখন জেনে নিন। ওই কুকুরটার নাম ছিল নিপার (NIPPER)। ইংল্যান্ডের ব্রিস্টল শহরে নিপারের জন্ম হয়েছিল, ১৮৮৪ সালে। আর সে এই পৃথিবীতে বেঁচে ছিল, ১৮৯৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত। নিপারের আসল এবং প্রথম মালিক ছিল মার্ক হেনরি ব্যারোড। কিন্তু ১৮৮৭ সালে মারা যান মার্ক হেনরি। তখন নিপারের দায়িত্ব নেন, তাঁর দুই ভাই, ফিলিপ এবং ফ্রান্সিস। তবে,  নিপারের HMV-র লোগোতে দেখা যাওয়ার কারণ ছিলেন ফ্রান্সিস। তিনিই নিপারের মৃত্যুর পর ১৮৯৮ সালে নিপারকে নিয়ে এই লোগোটা তৈরি করেন। কিন্তু মাথায় রাখবেন, নিপারকে নিজেদের লোগোতে HMV ব্যবহার করেছিল পরে। তার অনেক আগে থেকেই নিপারের এই লোগো ব্যবহার হত, ভিক্টর টকিং মেশিন কোম্পানিতে।


আরও পড়ুন  বন্দুকবাজ তোমাকে সেলাম!