নতুন ভারতের শক্তিই যেন প্রতিফলিত হয় মোদীর উত্থানের মধ্যে: বারাক ওবামা
এক চা-বিক্রেতার সন্তান থেকে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়া-- এই উত্থানটাই ওবামাকে মুগ্ধ করেছে।
নিজস্ব প্রতিবেদন: নরেন্দ্র মোদী বারাক ওবামাকেও প্রভাবিত করেছেন!
হ্যাঁ, খবর সেরকমই। শুক্রবার প্রকাশিত একটি খবরের সূত্রে জানা যাচ্ছে, ওবামা ২০১৫ সালেই মোদীকে নিয়ে টাইম ম্যাগাজিনে একটি লেখা লিখেছিলেন, সেখানে মোদীকে তিনি উল্লেখ করেছিলেন 'রিফর্মার-ইন-চিফ' বলে।
এক চা-বিক্রেতার সন্তান থেকে ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়া-- এই উত্থানটাই ওবামাকে মুগ্ধ করেছে। এবং দেশ হিসেবে ভারতের উত্থানের মধ্য়েও এটা প্রতীক হিসেবে রয়ে গিয়েছে বলে তাঁর মত। যোগ-প্রেমী ভারতের প্রধানমন্ত্রী 'ডিজিটাল ইন্ডিয়া'রও নির্মাতা বলে মনে করেন ওবামা। দেশের দারিদ্র্য কমানো, শিক্ষার প্রসার, নারীর ক্ষমতায়ন, অর্থনীতির অগ্রগতি-- সব কিছুই মোদীর স্বপ্ন ও সঙ্কল্পের রূপান্তর।
এ সবই ওবামা লিখেছেন তাঁর 'আ প্রমিসড ল্যান্ড' বইতে। 'নিউ ইয়র্ক টাইমস' বইটির রিভিউ করেতে গিয়ে উল্লেখ করেছে, ওবামাই হলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট যিনি তাঁর সমসাময়িক রাজনীতিবিদদের নিয়ে স্মৃতিচারণা করলেন।
আরও পড়ুন: পারদর্শিতা, যোগ্যতা, ধৈর্যের অভাব রাহুল গান্ধীর লিখলেন বারাক ওবামা