ওয়েব ডেস্ক: সময় খারাপ গেলে মনে হয় বছরটা যেন কাটতেই চাইছে না। ৩৬৫টা দিন তখন মনে হয় কত দীর্ঘ। বছরে একবারই হয় ইনক্রিমেন্ট, ইনসেনটিভের মত দারুণ ব্যাপারটা। কিন্তু ৩৬৫ দিন মানে তো অনেক লম্বা সময়ের ব্যাপার। আচ্ছা যদি আপনাকে এমন একটা জায়গার ঠিকানা দিই যেখানে ৩৬৫ নয়, ৮৮ দিনে হয় বছর। তাহলে বলুন তো একমাত্র বয়স বাড়া ছাড়া বাকি সব কিছুতে কত ভাল হয়।


মাত্র ৮৮ দিনের মধ্যেই দূর্গাপুজো। ৮৮ দিনের মধ্যেই মাইনে বাড়া। ৮৮ দিনের মধ্যেই নতুন ক্লাস। আচ্ছা নিন, ঠিকানা এবার বলেই দিই। তবে কী ওখানে যাবার সাধ্যি হবে না। জায়গাটা হল সূর্যের নিকটতম গ্রহ বুধ। সুর্যকে এক বার প্রদক্ষিন করতে বুধের সময় লাগে ৮৮ দিন। তাই বুধে ৮৮ দিনে এক বছর ধরা হয়।