ওয়েব ডেস্ক : ভারতে আমেরিকার পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন কেনেথ জাস্টার। সবকিছু ঠিক থাকলে তাঁর নামই ডোনাল্ড ট্রাম্প চূডা়ন্ত করতে চলেছেন বলে সূত্রের খবর। ২০০৬ সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হওয়া পরমাণু চুক্তির প্রধান কারিগর এই কেনেথ জাস্টার, এমনটাই ধরে নেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

৬২ বছরের জাস্টার বর্তমানে মার্কিন প্রেসিডেস্টের আন্তর্জাতিক অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা। সূত্রের খবর, মার্কিন সেনেটের থেকে সবুজ সংকেত মিললেই রিজার্ড ভার্মার স্থলাভিষিক্ত হবেন জাস্টার।


শুধু ভারত-মার্কিন সম্পর্কে উন্নতি ঘটানোই নয়, দক্ষিণ এশিয়ার একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরির করার ক্ষেত্রে জাস্টার অনেক বেশি গ্রহণযোগ্য হবেন বলে ধারণা ট্রাম্পপন্থীদের। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেস্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর থেকেই ভারতে থাকা মার্কিন রাষ্ট্রদূতের পদটি খালি রয়েছে।


আরও পড়ুন- উত্তর কোরিয়ার জন্য সব সম্ভবনাই খোলা রয়েছে : ট্রাম্প