নিজস্ব প্রতিবেদন:  করোনা এখন অনেকটা নিয়ন্ত্রিত অবস্থায় এসেছে, এ কথা হয়তো ঠিক, কিন্তু বিপদ কাটেনি-- এই মর্মে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করল বিশ্বের দেশগুলিকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার প্রায় ১১০টি দেশকে অতিমারী অতিক্রান্ত হয়নি-- এই মর্মে সাবধানবাণী শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা 'হু'। হু জানিয়েছে, করোনার বাড়বাড়ন্তকে নিয়ন্ত্রণ করতে আমরা চেষ্টা করছি, করেছি। জিনোম সিকোয়েন্স বোঝার চেষ্টা করেছি, কিন্তু ওমিক্রন বা অন্যান্য নতুন ভেরিয়্যান্টগুলি নিয়ে বিশ্লেষণের ক্ষেত্রে এখনও ততটা সাফল্য আমরা লাভ করতে পারিনি। এই মর্মে বিষয়টি ব্যাখ্যা করেন, 'হু'-র ডিরেক্টর-জেনারেল টেডরস অধানম ঘেব্রেসুস।


এই প্রসঙ্গেই কথা বলতে গিয়ে 'হু'-র ডিরেক্টর-জেনারেল জানান, তিনি প্রতিটি দেশকে অন্তত পক্ষে ৭০ শতাংশ জনগণকে টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছি। এ প্রসঙ্গে মাঙ্কিপক্সের কথাও ওঠে। অন্তত পক্ষে ৫০টি দেশে এর উপস্থিতি চোখে পড়েছে, কিন্তু এখনও একে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। 


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App


আরও পড়ুন: Russia-Ukraine War: ন্যাটোয় যোগ সুইডেন-ফিনল্যান্ডের, পুতিনের রোষের মুখে দুই দেশ