জানেন কি ৬০ লক্ষ কোরিয়ান কেন রামের অযোধ্যাকেই বাপের বাড়ি ভেবে, ঘুরতে আসেন!
রামের অযোধ্যা শুধু হিন্দুদেরই প্রিয় নয়। জানেন কি, কোরিয়ানরাও কতটা ভালোবাসেন অযোধ্যাকে? শুধু ভালোবাসেন না। অযোধ্যাকে তাঁরা তাঁদের `বাপের বাড়ি` ভাবেন! আপনি এখনই ভাবতে বসে যাবেন না। কারণ, কোরিয়ানরা রীতিমতো প্রতিবছর পালা করে হাজারে হাজারে লোক আসেন অযোধ্যা দর্শন করতে। সঙ্গে এই ভাবনা নিয়ে আসেন যে, তাঁরা তাঁদের বাপের বাড়িতে এসেছেন!
ওয়েব ডেস্ক: রামের অযোধ্যা শুধু হিন্দুদেরই প্রিয় নয়। জানেন কি, কোরিয়ানরাও কতটা ভালোবাসেন অযোধ্যাকে? শুধু ভালোবাসেন না। অযোধ্যাকে তাঁরা তাঁদের 'বাপের বাড়ি' ভাবেন! আপনি এখনই ভাবতে বসে যাবেন না। কারণ, কোরিয়ানরা রীতিমতো প্রতিবছর পালা করে হাজারে হাজারে লোক আসেন অযোধ্যা দর্শন করতে। সঙ্গে এই ভাবনা নিয়ে আসেন যে, তাঁরা তাঁদের বাপের বাড়িতে এসেছেন!
এই তো কোরিয়ার এক প্রিতিনিধি দল কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আসলে হার হোয়াং ওকে কোরিয়ানদের কিংবদন্তি রানী। কথিত আছে, তিনি খ্রীষ্টপূর্বাব্দ ৪৮ সালে চলে যান কোরিয়ায়। তখন অবশ্য তাঁর নাম ছিল রানী সুরিরত্ন। কোরিয়াতে গিয়ে তিনি বিয়ে করেন সেখানকার রাজকুমার কারাকের কিম সুরোকে। এই কারাক অঞ্চল থেকেই প্রতিবছর রানী হার হোয়াং ওকে আসতেন অযোধ্যায়। তিনি আসলে অযোধ্যাকে ভাবতেন তাঁর বাপের বাড়ি। সেই থেকেই কোরিয়ানরা তাঁদের প্রিয় রানীর প্রতি সম্মান দেখিয়ে অযোধ্যাতে আসেন প্রতিবছর। এখন এই কারাকে থাকেন প্রায় ৬০ লক্ষ মানুষ। এঁরা সকলেই মনে করেন, অযোধ্যা তাঁদের বাপের বাড়ি। ইতিমধ্যে কোরিয়ানরা অখিলেশ যাদবকে জানিয়েছেন যেন, তাঁরা অযোধ্যায় একটা কোরিয়ান স্থাপত্য গড়তে দেন।