জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশের বর্তমান কোটা বিরোধী আন্দোলনের পরিস্থিতি যেন ৭১ এর যুদ্ধের কথাই বারবার মনে করিয়ে দেয়। এখানে ছাত্রছাত্রীদের আন্দোলন থামাতে রাস্তায় নেমেছে সেনা থেকে সীমান্তরক্ষী বাহিনী। কোটা ব্যবস্থা তুলে নেওয়ার আন্দোলনে জ্বলছে সমগ্র ঢাকা! বিক্ষোভকারীদের এই আন্দোলনকে কেন্দ্র করে মৃতের সংখ্যা বাড়ছে ক্রমাগত। বারুদের গন্ধে ভরে গেছে স্কুল-কলেজ চত্বর। আন্দোলন এখন কার্যত 'গণ-অভ্য়ুথানে' রূপ নিয়েছে । স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bangladesh Quota Protest: পদ্মাপার জ্বলছে সংরক্ষণের আগুনে, এবার ময়দানে তামিম-মুশফিকুররাও


 



ছাত্রছাত্রীদের ওপর হওয়া অকথ্য অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে প্রত্যেকেই। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য চাকরিতে ৩০ শতাংশ সংরক্ষণ বাতিলের দাবী জানিয়ে যে আন্দোলন চলছে তা কি আদৌ ফলপ্রসু হবে? আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে সরকারী পদক্ষেপ কী নেওয়া হয় সেটাই দেখার।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)