জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নাকের বদলে নরুণ! না, ভুল হল, তরমুজের বদলে ফ্ল্যাট। শুনতে মজা লাগলেও ব্যাপারটি কিন্তু মজা নয়। সত্যিই। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনে আপনি নতুন ফ্ল্যাট কিনবেন? আপনার হাতে যথেষ্ট পরিমাণ গম তরমুজ ইত্যাদি থাকলেই সেটা সম্ভব। না টাকা দিতে হবে। তবে ফ্ল্যাটের পুরো দামটা টাকায় মেটাতে হবে না!


কী? ভাবছেন তো যে, এ নিছক রসিকতা? কিংবা এ হল সেই আদিকালের বিনিময়প্রথা? মোটেই না! চিনে বরং এখন এটাই বাস্তব। চিনে এখন গম তরমুজ রসুন ইত্যাদি এগ্রিকালচারাল প্রডাক্টসের বিনিময়ে ফ্ল্যাট কেনা যাচ্ছে। চিনের টায়ার-৩, টায়ার-৪ সিটিতে ক্রেতাদের উৎসাহিত করার লক্ষ্যে ফ্ল্যাটের মোট দামের কিছুটা কৃষিজ পণ্য দিয়ে মেটানোর এই নিয়ম চালু হয়েছে। এই স্কিমের একটা গালভরা নামও আছে-- 'ফুড ফর হোম স্কিম'।


কেন হঠাৎ চিন এরকম একটা নীতি নিতে গেল?


এ আসলে দেশের কৃষকদের অর্থনৈতিক অবস্থাকে শক্তপোক্ত করার একটা পরিকল্পনা। কৃষকদের হাতে ফ্ল্যাট তুলে দেওয়ারও এটা একটা পন্থা। প্রপার্টি ডেভলপার্সরা বলছেন-- ৫০০০ কিলোগ্রাম তরমুজ, যার দাম ১ লক্ষ ইউয়ান ধার্য হবে। সে দেশে যাঁরা তরমুজ চাষ করেন তাঁদের উৎসাহিত করার জন্যই এই ব্যবস্থা। যা প্রকারান্তরে চিনের কৃষি-অর্থনীতিকেই জোরদার করবে।


কোভিডের থাবায় চিনের অর্থনীতি বহুদিন থেকেই বিপর্যস্ত। সেই বিপর্যস্ত অবস্থাকে নানা ভাবে সামাল দেওয়ার দেশ জুড়ে যে-চেষ্টা তারই একটা অংশ এটি। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Naples: সারাদিন বসে বসে সমুদ্র দেখবেন এই বাড়ি থেকে, কত দাম জানেন...