নিজস্ব প্রতিবেদন: টিকার মাধ্যমে করোনা ভাইরাস রোখার চেষ্টা চলছে বিশ্ব জুড়ে৷ দক্ষিণ আমেরিকার একটি প্রাণী এ ক্ষেত্রে মানুষকে সংক্রমণ মোকাবিলায় বিশেষভাবে সাহায্য করতে পারে বলে জানা গিয়েছে৷ উটের সমগোত্রীয় প্রাণী দক্ষিণ আমেরিকার এই লামা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নির্দিষ্ট যে লামাটির কথা বলা হচ্ছে এখানে, তার জন্ম হয়েছিল বছরচারেক আগে জানুয়ারি মাসে। তার নাম রাখা হয়েছিল 'উইন্টার'৷ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণার স্বার্থে সেই শাবকের শরীর থেকে রক্ত সংগ্রহ করেছিলেন৷ পরে বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে দেখেন, লামাটির রক্তে রয়েছে অ্যান্টিবডি! ওই কাজের সঙ্গে যুক্ত মলিকিউলার ভাইরোলজিস্ট বলেন, 'লামাটির রক্তরহস্য হল অ্যান্টিবডি৷ এই অ্যান্টিবডি অত্যন্ত শক্তিশালী৷ তা বেশ কার্যকর ভাবেই ভাইরাসের মোকাবিলা করতে পারবে৷'


ওই মলিকিউলার ভাইরোলজিস্টদের দল সাফল্যের সঙ্গে লামা ও মানুষের অ্যান্টিবডির মধ্যে যোগাযোগ স্থাপন করতে পেরেছে৷ বিষয়টি ব্যাখ্যা করে তারা বলে,'লামার অ্যান্টিবডি করোনা ভাইরাসের শীর্ষ অংশের সঙ্গে সংযুক্ত হয়৷ তখন ভাইরাস আর মানুষের কোষের সঙ্গে যুক্ত হতে পারে না৷ ফলে কোনো সংক্রমণও ঘটে না৷ ভাইরাস নিষ্ক্রিয় হয়ে থাকে৷'


গবেষণার ফলাফল বেশ সম্ভাবনাময়৷ সবকিছু ঠিকমতো চললে আগামী বছরই লামার এই 'অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট' বাজারে এসে যাবে৷ তখন গোটা বিশ্বের করোনা গবেষকদের কাছে সেরা তারকা হয়ে উঠবে 'উইন্টার' নামের এই আশ্চর্য লামাটিই৷ 


আরও পড়ুন:  কেরল তো দেশে 'প্রথম'! অতঃপর কী বঙ্গ কমরেডগণ!