নিজস্ব প্রতিবেদন : বন্ধু দেশ পাকিস্তানের জন্য দুটি উপগ্রহ উত্ক্ষেপণ করল চিন। সোমবার চিনের জিউকুয়ান উপগ্রহ উত্ক্ষেপণ কেন্দ্র থেকে PRSS-1 ও PakTES-1A উপগ্রহ দুটি উত্ক্ষেপণ করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

PRSS-1 উপগ্রহটি মূলত পাক ভূখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের আগাম বার্তা দেবে। সেই সঙ্গে কৃষিক্ষেত্রেও কাজে লাগানো হবে এই উপগ্রহ থেকে পাঠানো চিত্রগুলি। অন্যদিকে, PakTES-1A উপগ্রহটি সিপিইসি-র কাজের অগ্রগতি ক্ষতিয়ে দেখবে। সোমবার চিনের স্থানীয় সময় সকাল ১১টা বেজে ৫৬ মিনিটে লং মার্চ-২সি রকেটে করে উপগ্রহদুটি তাদের কক্ষপথে স্থাপন করা হয়।


দুটি উপগ্রহ পাকিস্তানের জন্য নতুন দিগন্ত খুলে দেবে বলে পাক সরকারের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। যদিও, কূটনৈতিক মহলের ধারণা এই উপগ্রহের মাধ্যমে ভারতের ওপরও নজর রাখা হবে।


চিনের বাইরের কোনও দেশের জন্য চিনা পদ্ধতিতে তৈরি এটি ১৭তম উপগ্রহ।


আরও পড়ুন- বিমানবন্দর বিক্রি করতে চাইছে শ্রীলঙ্কা, ভারত কিনলে লাভ কী?