জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার সন্তান পরিপালনের জন্য আরও বেশি সরকারি ভাতা পাবেন দক্ষিণ কোরিয়ার দম্পতি। এমনিতেই সন্তান নেওয়ার জন্য দম্পতিদের বিশেষ অর্থসহায়তা দেয় দক্ষিণ কোরিয়ার সরকার। ২০২২ সাল থেকেই সন্তান নিলে দক্ষিণ কোরীয় বাবা–মায়েরা সরকারের কাছ থেকে এককালীন ১৫১০ ডলার করে পান। এছাড়াও দক্ষিণ কোরিয়ায় কিছু সরকারি কেন্দ্র রয়েছে। ওই সব কেন্দ্র থেকে খেলনা এবং শিশুদের ব্যবহারের জিনিসপত্র বিনামূল্যে ধার দেওয়া হয়। প্রয়োজনশেষে ফেরত দিলেই হল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Arnold Schwarzenegger: বেলচা হাতে পিচ দিয়ে রাস্তা সারাই করছেন হলিউড স্টার 'টার্মিনেটর' আর্নল্ড শোয়ার্জেনেগার?


কিন্তু কেন এত অর্থসাহায্য, এত সহায়তাপ্রদান বাবা-মায়েদের?


গত বছর দক্ষিণ কোরিয়ার মহিলাদের মধ্যে সন্তান জন্মদানের গড় হার ছিল ০.৭৮! ২০২১ সালেও যা ছিল ০.৮১ শতাংশ। বিশ্বে সবচেয়ে কম জন্মহারের দেশগুলির একটি দক্ষিণ কোরিয়া। সে দেশে বার্থরেট খুবই নিম্নমুখী। এই নিম্ন জন্মহারকে বদলে দিতে চায় দক্ষিণ কোরিয়া। দম্পতিদের সন্তান জন্মদানের আগ্রহ উসকে দিতেই দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ও স্থানীয় সরকার বিশেষ ভাতা-সহ নানা ধরনের আর্থিক সহায়তা দেয়।


আরও পড়ুন: China: ১৩০ কিমি সাইকেল চালিয়ে মায়ের নামে দিদার কাছে নালিশ জানাতে গেল শিশু...


কেন সেদেশে বাবা-মায়েরা সন্তান জন্ম দিতে নারাজ? 


দক্ষিণ কোরিয়ায় নবদম্পতিরা সন্তানজন্মের বিষয়টায় একেবারেই মাথা ঘামাতে চান না কারণ এতে খরচ বাড়ে, ঝামেলা বাড়ে, পাশাপাশি পেশাগত জীবনে নানা ব্যাঘাত ঘটে। এই অনীহাই কাল হয়েছে দক্ষিণ কোরিয়ার পক্ষে। দেশের জনসংখ্যার বিন্যাসটাই পাল্টে ফেলেছে নবদম্পতির সন্তানবিমুখতা। যা দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক সংকটের মুখে ফেলতে শুরু করেছে এবং আগামী দিনে যেটা আরও তীব্র আকার ধারণ করতে পারেই বলেই আশঙ্কা।


এই আশঙ্কা থেকে বেরিয়ে আসতে কোন ধরনের সহায়তা দেয় দক্ষিণ কোরিয়া?


 


নানা রকম সহায়তা। নবজাতকের বয়স এক বছর হওয়ার আগে পর্যন্ত প্রতি মাসে ৫২৮ ডলার করে দেওয়া হয়। সন্তানের বয়স এক থেকে দু'বছরের মধ্যে হলে দেওয়া হয় মাসে ২৬৪ ডলার। ২০২৪ সাল থেকে মাসিক সহায়তার এই পরিমাণ বেড়ে হবে যথাক্রমে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার। এখানেই শেষ নয়। আরও আছে। সন্তানের স্কুলে যাওয়ার বয়স হওয়ার আগে পর্যন্ত মাসে ১৫১ ডলার করে সহায়তা দেয় দক্ষিণ কোরীয় সরকার। কম আয়ের পরিবার আরও নানা সহায়তা পান। সন্তানসম্ভবা ও নবজাতককেও দেওয়া হয় বিশেষ চিকিৎসা-সহায়তা। নবজাতকের জন্য রয়েছে বিনামূল্যের বেবি সিটিংয়ের ব্যবস্থাও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)