নিজস্ব প্রতিবেদন: চোখ জুড়ে গেল! না প্রাকৃতিক সৌন্দর্যে নয়, নখ জোড়াবার আঠায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চোখে ড্রপ দিতে গিয়েছিলেন মহিলা। কিন্তু অজান্তে হাতে নিয়ে ফেললেন নখ জোড়াবার আঠা। আর তাতেই হল বিপত্তি। চোখে ড্রপের বদলে আঠা ঢেলে দিলেন মিচিগানের বাসিন্দা ইয়াসেড্রা উইলিয়ামস্। তিনি জানান, '১৪ তারিখ রাতে চোখে কন্ট্যাক্ট লেন্স লাগিয়েই শুতে যান। হঠাৎ রাত ১টা নাগাদ চোখে শুস্কতা অনুভব করায় চোখে ড্রপ দেওয়ার কথা ভাবেন।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দেশে বিপদ, তারকারা মলদ্বীপে! 'এবার তো একটু লজ্জা পান', তীব্র ভৎর্সনা Nawaz এর


মাঝরাতে ঘুম চোখে হাত ব্যাগ হাতড়িয়ে ছোট্ট ড্রপের বোতল হাতে নিয়ে চোখের ড্রপ ভেবে ভুল করেন মহিলা। ভাঙা নখ জোড়াবার আঠা বের করে তা চোখে দিয়ে দেন তিনি। এরপরই জুড়ে যায় চোখ। প্রচন্ড চোখ জ্বালা করতে থাকে বলে জানান তিনি। লেন্সের উপর কিছু অনুভব করতে পেরে ভুল বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়েও উপশম হয়নি। সময় নষ্ট না করে স্বামীকে হাসপাতালে যোগাযোগ করতে বলেন। প্রায় ২-৩ ঘণ্টার ব্যবধানে জোড়া লেন্স খুলতে পারেন চিকিৎসকরা। তাঁরা জানান, কন্ট্যাক্ট লেন্সই রক্ষা করেছে। না হলে চির জীবনের মতো দৃষ্টিশক্তি হারাতেন ঐ মহিলা।