ওয়েব ডেস্ক: পাইথনটাকে দেখে ওর খুব ভাল লেগেছিল। ও গিয়েছিলে চিড়িয়াখানায় (বলা ভাল অ্যানিমেল পার্কে)। থাইল্যান্ডের ফুকেটের ওই অ্যানিমেল পার্কে অনেক পশুপাখি দেখার পর চিনের পর্যটক জিন ঝিং গিয়েছিল সাপের বাসায়। সেখানেই এক বনকর্মী সাপ নিয়ে নানা খেলা দেখছিলেন।


জিন পাইথনটাকে দেখেই চুমু খেতে শুরু করে। পাইথনটা চুমুর সঙ্গে মারের ফারাক বোঝে না। ও জিনকে আক্রমণ করে বসল। জিনের নাকটা চেপে ধরল পাইথনটা। তারপর আর কী। সবাই একেবারে রে রে করে উঠল। ছাড় রে, ছাড় রে বলেও কাজ হল না। শেষ অবধি জিনকে টেনে সরিয়ে আনতে হল। গুরুতর আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হল স্থানীয় এক হাসপাতালে। নাকে স্টিচ করতে হল, নাকে আঘাতের টাটকা দাগ। ভাগ্যিস, সাপটা বিষধর ছিল না।