ওয়েব ডেস্ক: নারীর অর্ধেক আকাশের লড়াই চিরকালীন। নারী পুরুষ কাঁধে কাঁধ লড়াইয়ের স্লোগান আকশে চমকে ওঠা বিদ্যুৎকেও চমকে দেয়। তবে বাস্তবেও কী তেমনটা? দেশের শাসন যাদের হাতে, যারা রাজ্যের নিয়ন্ত্রক, যাদের দিকে তাকিয়ে গোটা দেশ, সেই নিয়ন্ত্রকের গদিতে মহিলাদের পরিসংখ্যানটা কী?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, ভারতের প্রথম মহিলা স্পিকার ছিলেন মীরা কুমার-এসবটাই আপনার জানা, গুগুল করলে এক সেকন্ডে পাওয়া যায়। জানুন কিছু অজানা তথ্য।


ভারতের এমন এক বিধানসভা যেখানে মহিলা জন প্রতিনিধি আছেন, কিন্তু তাঁদের মধ্যে থেকে কেউই মন্ত্রী নন, কোনটি?
উত্তর-দিল্লি।


ভারতের ২৯ রাজ্যের বিধানসভায় মহিলা জনপ্রতিনিধির সংখ্যা কত?
ভারতে মোট ৩ হাজার ৯৭৪ জন বিধায়কদের মধ্যে সারা দেশে মহিলা বিধায়কদের সংখ্যা মাত্র ৩৫২। সংখ্যাটা মাত্র ৯ শতাংশ।  


সারা ভারতে কোন কোন রাজ্যে মহিলা জনপ্রতিনিধির সংখ্যা সবথেকে বেশি?


বিহার, রাজস্থান, হরিয়ানা-১৪ শতাংশ।
মধ্যপ্রদেশ-১৩ শতাংশ।
পাঞ্জাব-১২ শতাংশ।


সারা ভারতে কোন কোন রাজ্যে মহিলা জনপ্রতিনিধির সংখ্যা সবথেকে কম?
কর্ণাটক, অরুণাচল প্রদেশ-৩%।
পুদুচেরি, মিজোরাম ও নাগাল্যান্ড-০।
 
সারা ভারত জুড়ে কোনও না কোনও রাজ্যের মন্ত্রীত্ব সামলাচ্ছেন এমন মহিলাদের সংখ্যা কত?


বর্তমান সময়ে সারা ভারতে মহিলা মুখ্যমন্ত্রীর সংখ্যা চার।
পশ্চিমবঙ্গ- মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজস্থান- বসুন্ধরা রাজে।
গুজরাট-আনন্দীবেন প্যাটেল।
তামিলনাড়ু- জয়ললিতা
সারা ভারতের ২৯ বিধানসভায় সর্বমোট মহিলা মন্ত্রীর সংখ্যা মাত্র ৩৯। যেখানে পুরুষদের সংখ্যা ৫৫৬।


কতজন মহিলা জন প্রতিনিধি এবং কতজন মন্ত্রী?
উত্তরপ্রদেশ- ২০ জন মহিলা জন প্রতিনিধি। মন্ত্রী নন একজনও।
তামিলনাড়ু-১১ জনে ২ জন।
দিল্লি-৬ জন। মন্ত্রী নন একজনও।
ঝাড়খণ্ড- ৫ জনের মধ্যে মাত্র ১ জন মন্ত্রী।
মেঘালয়- ৪ জন মহিলা জন প্রতিনিধির মধ্যে ৩ জন মন্ত্রী।
কেরালা ও গোয়া-১ জন। ১ জনই মন্ত্রী।
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং মন্ত্রী রয়েছেন আরও ৩।