জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেদারল্যান্ডস কর্মীদের জন্য ঘরে বসে কাজ করার আইনগত অধিকারের মধ্যে পড়তে চলেছে। গত সপ্তাহে ডাচ পার্লামেন্টের নিম্নকক্ষ এ বিষয়ে আইন পাস করেছে। ইউরোপীয় দেশে এখন সিনেটের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে। বর্তমানে, নেদারল্যান্ডসে নিয়োগকর্তারা কোনও কারণ ছাড়াই বাড়ি থেকে কাজ করার বিষয়ে কর্মীদের অনুরোধ অস্বীকার করতে পারেন। কিন্তু নতুন আইনের অধীনে, নিয়োগকর্তাদের অবশ্যই এই জাতীয় সমস্ত অনুরোধ বিবেচনা করতে হবে এবং সেগুলি প্রত্যাখ্যান করার পর্যাপ্ত কারণ দিতে হবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নেদারল্যান্ডসে এখনও পর্যন্ত একজন চাকরিদাতার ওপর নির্ভর করে তাঁর সংস্থার কর্মীকে তিনি বাড়ি থেকে কাজ করতে অনুমতি দেবেন কিনা। না করে দিলে অফিসে আসতেই হবে কর্মীকে। কিন্তু গত সপ্তাহে নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন কক্ষে ওয়ার্ক ফ্রম হোমকে আইনি অধিকারের তকমা দেওয়ায় সবুজ সংকেত মিলেছে। এখন নেদারল্যান্ডসের সেনেটে এই প্রস্তাব পাশ হয়ে গেলেই তা আইনের রূপ নেবে। যা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে।


গ্রোয়েনলিঙ্কস পার্টির সেনা মাতুগ ওয়াল স্ট্রিট জার্নাল রিপোর্ট করেছে, "এটি তাদের একটি ভাল কর্ম-জীবনের ভারসাম্য খুঁজে পেতে এবং যাতায়াতের জন্য ব্যয় করা সময় কমিয়ে দেয়,"৷ নতুন বিলটি ২০১৫ সালের নেদারল্যান্ডের নমনীয় কাজের আইনের একটি সংশোধনী, যা শ্রমিকদের তাদের কাজের সময়, সময়সূচী এবং এমনকি কাজের জায়গায় পরিবর্তনের অনুরোধ করতে দেয়।


আরও পড়ুন, Oldest Material Found on Earth: বিশ্বের ধুলোকণায় কী আশ্চর্য জিনিস মিশে রয়েছে, জানেন?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)