দুধে মগ ডুবিয়ে স্নান করছে ডেয়ারি প্ল্যান্টের কর্মী, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার
ওই ডেয়ারি প্ল্যান্টের তরফে দাবি করা হয়েছে, যে সাদা তরলে ওই কর্মীকে স্নান করতে দেখা গিয়েছে তা দুধ নয়
নিজস্ব প্রতিবেদন: ডেয়ারি প্ল্যান্টে দুধে স্নান করছে এক কর্মী। সোশ্য়াল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হতেই ওই প্ল্যান্ট বন্ধ করে দিল প্রশাসন। পাশাপাশি গ্রেফতারও করা হয়েছে ওই বেয়াড়া কর্মীকে। এমনই এক আজব ঘটনা ঘটেছে তুরস্কের কোনিয়া প্রদেশের আনাতোলিয়ায়।
আরও পড়ুন-কালীপুজোয় শহরে নতুন ১৮টি অস্থায়ী ফায়ার স্টেশন, কোথায় কোথায় জেনে নিন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, প্ল্যান্টের এক কর্মী একটি বিশাল দুধের টবে বসে মগ ডুবিয়ে মাথায় দুধ ঢেলে চলেছে। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই এনিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। শেষপর্যন্ত চাপে পড়ে ওই ডেয়ারি প্ল্যান্টটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওই কর্মীকে বরখাস্তও করা হয়েছে। পুলিস তাকে গ্রেফতারও করেছে।
আরও পড়ুন-গরু পাচার মামলা : এনামুলকে ১৪ দিনের হোম আইসোলেশনে পাঠাল সিবিআই
এদিকে, ওই ডেয়ারি প্ল্যান্টের তরফে দাবি করা হয়েছে, যে সাদা তরলে ওই কর্মীকে স্নান করতে দেখা গিয়েছে তা দুধ নয়। ওই ধরনের সাদা তরল বয়লার সাফ করার জন্য ব্যবহার করা হয়। তবে এনিয়ে তদন্তের আদেশ দিয়েছে কোনিয়ায় কৃষি আধিকারিক আলি এরগিন।