ওয়েব ডেস্ক: উপবাস আর প্রার্থনার পবিত্র রমজান মাস পেরিয়েছে। হিজরি ক্যালেন্ডারের শালওয়াল মাসের প্রথম দিন ইদ-উল-ফিতর, খুশির ইদ। জামা মসজিদে বিশেষ নমাজ। আনন্দের উত্‍সবে মাতল বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাজধানী। বাণিজ্যিক রাজধানী মুম্বইয়েও নমাজে নত হলেন মানুষ। কাশ্মীরের অশান্ত আত্মাও এদিন শান্ত। বিক্ষোভ ভুলে শুধুই আনন্দ। ইদের নমাজে যোগ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পাকিস্তান
একদিন আগেই লাহোর হাইওয়েতে মর্মান্তিক ট্যাঙ্কার বিস্ফোরণের বলি হয়েছেন দেড়শো গ্রামবাসী। তাঁদের আত্মার শান্তি পালন করলেন পাকিস্তান বাসী। 


বাংলাদেশ 
ট্রেন, ফেরিতে বাদুরঝোলা মানুষ। বাংলাদেশে এটাই ইদের পরিচিত ছবি। খুশির উত্‍সবে সব দুঃখ ভুললেন বাংলাদেশবাসী। 


আফগানিস্তান
যুদ্ধবিধ্বস্থ আফগানিস্তানে শান্তির প্রার্থনা জানালেন প্রেসিডেন্ট আসরাফ ঘানি। 


মসুল, ইরাক
৩ বরছর পর আইসিস মুক্ত হয়েছে ইরাকের মসুলের বিস্তীর্ণ এলাকা। ইদের আনন্দে মাতলেন মানুষ। 


প্যালেস্তাইন
অশান্তি এখানে নিত্যসঙ্গী। তবু একদিনের জন্য সব ভুলে যাওয়া। জেরুজালেম, ওয়েস্ট ব্যাঙ্ক এবং গাজা স্ট্রিপেও পালিত হল ইদ। 


ইন্দোনেশিয়া 
জাকার্তা। এই শহরে মিশে গেছে প্রাচ্য ও পাশ্চাত্যের সংস্কৃতি। ইদেও চোখে পড়ল সেই মহামিলন।


ফিলিপিন্স
সেনা পাহারায় ইদ পালিত হল ফিলিপিন্সে


মালয়েশিয়া 
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইদে নজরে এল মিশ্র সংস্কৃতি।