জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতি বছর ১৭ জুলাই পালিত হয় 'ওয়ার্ল্ড ইমোজি ডে'। দিনটি প্রথম পালিত হতে শুরু হয় ২০১৪ সালে। সেই হিসেবে এ বছরটি ইমোজি ডে পালনের অষ্টমতম বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসলে ভাষা গত কয়েক বছরে বিপুল ভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে। ভাষার ব্যবহার কমছে, ব্যবহারের ধরন বদলাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে স্মার্টফোনের দৌলতে মানুষে-মানুষে যোগাযোগের মাত্রাটাও অন্য স্তরে পৌঁছছে। আর সেই মাত্রায় নব নব মাত্রা যোগ করেছে মোবাইলের টেক্সট, টেক্সটের সঙ্গে জুড়ে থাকা ইমোজি ইত্যাদি। 


এ কথা ঠিক, এমন অনেক রকম মুহূর্ত আসে যখন ঠিক চলতি ভাষায় মনের ভাব যেন প্রকাশ করা যায় না। তখন একটা ছোট্ট ইমোজি অনেক ভাব প্রকাশ করে। ইমোজি ভাব প্রকাশের ক্ষেত্রে খুবই শক্তিশালী এক হাতিয়ার। বরং বলা চলে, ইমোজি এসে টেক্সট লিংগোর ধরনটাই বদলে দিয়েছে।


অজস্র ইমোজির ভিড়ে বিশেষ কয়েকটি ইমোজির জনপ্রিয়তা খুবই। যেমন, 'স্মাইলিং ফেস উইথ হার্ট আইজ', 'হার্ট', 'টিয়ার্স অফ লাউটার', 'বার্থ ডে কেক' ইত্যাদি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 


আরও পড়ুন: Spain Heatwave: বিশ্ব জুড়েই তাপপ্রবাহের রক্তচক্ষু, পুড়ছে স্পেন...