ওয়েব ডেস্ক : খাদ্য সঙ্কটে গোটা দেশ। আর সে জন্য খাবারের দাবিতে আন্দোলন। কয়েকদিন ধরে খাদ্য আন্দোলনের জেরে উত্তপ্ত ভেনেজুয়েলা। শনিবারও উত্তাপ এতটুকু কমল না। খাবারের দাবিতে পথে নামলেন সাধারণ মানুষ। কবে খাদ্য সঙ্কট মিটবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনও বার্তাও নেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সমকামিতা অবৈধ নয় দক্ষিণ কোরিয়ায়। তবে সম্প্রতি সমকামী বিবাহ অবৈধ বলে রায় দিয়েছে সিওলের আদালত। এরই প্রতিবাদে সিওলের পথে হাজার হাজার সমকামী মানুষ। হাঁটলেন নিজেদের অধিকারের দাবি নিয়ে। বিরোধিতাও হল। রাস্তায় শুয়ে মিছিল আটকানোর চেষ্টা হল। তবে তাতেও রোখা গেল না মিছিল।



আসল জন্মদিন একুশে এপ্রিল। তবে খাতায় কলমে রানির দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন এগারোই জুন। আর সে জন্যই শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠান লন্ডনে। নব্বইতম জন্মদিনে প্রথা মেনেই সেনাবাহিনী সম্মান জানালেন রানিকে।