ব্যুরো: পশুরাজকে বাঁচাতে হবে। এই বার্তা নিয়ে বিশ্ব সিংহ দিবস পালন করল গির জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। সেই উপলক্ষ্যে সিংহের মুখোশ পড়ে হাজির হয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। সংখ্যাটা নেহাত কম নয়! পাঁচ লক্ষ! বুধবার ছিল বিশ্ব সিংহ দিবস। সেইমতো স্কুল পড়ুয়াদের নিয়ে সচেতনতা মিছিলের আয়োজন করেছিল গির উদ্যান কর্তৃপক্ষ। এশিয়াটিক  লায়নের জন্য বিখ্যাত গুজরাটের গির অরণ্য। ২০১০ সাল থেকে গিরে সিংহের সংখ্যা বাড়ছে। ১৪তম সিংহ সুমারিতে দেখা গেছে, ২০১৫-তে গুজরাটে এশিয়াটিক লায়নের সংখ্যা ৫২৩। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING