জানুন, জিকা ভাইরাস ছড়ালো কোথা থেকে?
জিকা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব ধুঁকছে। রীতিমতো সন্তানধারণ করতেও বারণ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের মহিলাদের। ব্রাজিল তো মারাত্মক আক্রান্ত। ছড়িয়ে পড়েছে আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকাতেও। সমস্ত দেশ জিকা থেকে বাঁচতে কড়া সতর্কতা জারি করেছে। বিশ্বসাস্থ্য সংস্থাও সতর্ক করে দিয়েছে জিকা ভাইরাস সম্পর্কে। প্রচুর শিশুর জন্ম হয়েছে ছোট মাথা নিয়ে!
ওয়েব ডেস্ক: জিকা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব ধুঁকছে। রীতিমতো সন্তানধারণ করতেও বারণ করে দেওয়া হয়েছে বিভিন্ন দেশের মহিলাদের। ব্রাজিল তো মারাত্মক আক্রান্ত। ছড়িয়ে পড়েছে আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকাতেও। সমস্ত দেশ জিকা থেকে বাঁচতে কড়া সতর্কতা জারি করেছে। বিশ্বসাস্থ্য সংস্থাও সতর্ক করে দিয়েছে জিকা ভাইরাস সম্পর্কে। প্রচুর শিশুর জন্ম হয়েছে ছোট মাথা নিয়ে!
এখন প্রশ্ন হল, জিকা ভাইরাস এলো কোথা থেকে? ছড়িয়েই বা পড়ল কীভাবে? ইংল্যান্ডের একটি সংবাদপত্র এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে জানিয়েছে যে, জিকা ভাইরাস প্রথম ছড়ায় ২০১৩ সালের ফিফা বিচ সকার কাপ থেকে। সেবার এই প্রতিযোগিতার আসর বসেছিল তাহিতিতে। আর সেখান থেকেই আসতে আসতে ব্রাজিল, লাতিন আমেরিকা, আফ্রিকা হয়ে ইউরোপেও ছড়িয়ে পড়েছে এই মারণ রোগ।