নিজস্ব প্রতিবেদন: এক অবিশ্বাস্য গতি! অকল্পনীয় উড়ান। ব্রিটেনের রোলস রয়েস আনল এই ভয়ানক গতির বিদ্যুৎচালিত উড়ান। যা গতির জগতের ধাঁচই পাল্টে দিতে চলেছে। 'স্পিরিট অফ ইনোভেশন' এই নবতর গতির ভুবনের জন্ম দিচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোলস রয়েস-এর পক্ষ থেকে বলা হচ্ছে, এর আগে সব চেয়ে গতিশীল উড়ান এসেছিল ২০১৭ সালে। এবারের আবিষ্কার গতবারের চেয়ে ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেশি।  


নব-আবিষ্কৃত এই উড়োজাহাজ যিনি চালিয়েছেন, তাঁর দাবি, এটা তাংর জীবনেরও এক স্মরণীয় মুহূর্ত। তাঁর পাইলট-জীবনে এটি একটি অবিস্মরণীয় অধ্যায়, একটি সন্ধিক্ষণ।   


সংশ্লিষ্ট মহলের সূত্রে জানা গিয়েছে, নতুন এই উড়োজাহাজের নতুন প্রযুক্তির ইঞ্জিন কার্বন নিঃসরণও কমাবে। যা প্রকারান্তরে পরিবেশবান্ধব। 


(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Money Spilling: টাকা উড়ছে রাস্তায়, শুধু ধরার অপেক্ষা! কোথায় জানেন?