পৃথিবীর আদি টেক্সট! লেখা ছিল Merry Christmas!
অরবিটেল ৯০১ হ্যান্ডসেট এই মেসেজ `রিসিভ` করেছিল।
নিজস্ব প্রতিবেদন: পৃথিবীর প্রথম 'টেক্সট মেসেজ'! খোঁজ পাওয়া গেল ঐতিহাসিক এই জিনিসটির। প্রায় ৩০ বছর পরে টেক্সট মেসেজটি সামনে এল।
এবং শুধু খোঁজ পাওয়াই নয়, সেটি এখন নিলামে উঠেছে। এবং যেটি আনতে চলেছে ১ লক্ষ ৭০ হাজার পাউন্ড।
১৯৯২ সালের মেসেজ এটি। মেসেজটিতে ১৫টি অক্ষর ছিল। কী লেখা ছিল ঐতিহাসিক সেই মেসেজে? লেখা ছিল-- 'মেরি ক্রিসমাস'। সেটি পাঠানো হয়েছিল ভোদাফোনের ডিরেক্টর রিচার্ড জারভিসকে। পাঠিয়েছিলেন নিল পাপওয়ার্থ নামের এক ইঞ্জিনিয়ার। তাঁর হ্যান্ডসেটটির নাম ছিল অরবিটেল ৯০১। পাপওয়ার্থ তাঁর কোম্পানির এসএমএস সার্ভিস ডেভেলপ করার কাজে নিয়োজিত ছিলেন। তিনি তাঁর কম্পিউটার থেকে মেসেজটি পাঠিয়েছিলেন।
ভোদাফোন এই টেক্সটির ভার্চুয়াল রেপ্লিকা নিলামে তুলেছে। ক্রিপ্টোকারেন্সি দিয়ে এটি কিনতে হবে।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: পুরুষাঙ্গের 'অর্ডার' দিয়েছিলেন তরুণী? খাবারে প্যাকেট খুলে কী দেখলেন!