ওয়েব ডেস্ক : সপ্তাহখানেক আগেই নিজের ৩৭তম জন্মদিন পালন করেছেন তিনি। তখনও কি তাঁর পরিবারের সদস্যরা জানতেন, এমন পরিণতি অপেক্ষা করে রয়েছে তাদের জন্য? হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশ্বের সবচেয়ে স্থূলকায় মহিলা ইমন আহমেদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ভুয়ো ছবি দেখিয়ে রাষ্ট্রসংঘে মুখ পুড়ল পাকিস্তানের


ওজন ছিল ৫০৪ কিলোগ্রাম। সেই ওজন কমাতেই, মাস কয়েক আগে ইমন মিশর থেকে ভারতে এসেছিলেন চিকিত্সা করাতে। মুম্বইয়ের সাইফি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পেটের একটি জটিল অস্ত্রপচার ও খাদ্যতালিকায় বদল ঘটিয়ে ওজনও কমে প্রায় ৩০০ কিলোগ্রাম। অনেকটাই সুস্থ হয়ে ওঠেন।


আরও পড়ুন- চাপে পড়েই উত্তর কোরিয়ার জন্য বরাদ্দ কমাল চিন!


ওজন কমানোর পর চলতি বছর মে মাসে চিকিত্সার জন্য তাঁকে পাঠানো হয় আবু ধাবির বুর্জেল হাসপাতালে। সেখানেও চিকিত্সা করিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন ইমন। সোমবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাইফি হাসপাতালের চিকিত্সক থেকে কর্মীরা।