ওয়েব ডেস্ক: ওনার বয়স হয়েছিল ১১২ বছর। সবাই তাকে চিনত বিশ্বের প্রবীণতম পুরুষ হিসেবে। ১১২ বছর বয়েসে জাপানের বাসিন্দা ইয়াসুতারো কোয়ডে মারা গেলেন। নিউমনিয়ায় ক দিন ধরেই ভূগছিলেন তিনি। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার পর তিনি মারা গেলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাইট ভ্রাতৃদ্বয় যখন প্রথম প্লেনটা উড়িয়ে ছিলেন, ঠিক সেই বছর মানে ১৯০৩ সালের ১৩ মার্চ তিনি জন্মগ্রহণ করেন টোকিও-র উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে। বিশ্বের বয়স্কতম মানুষ হিসেবে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড তাকে স্বীকৃতি দেয় গত জুলাইয়ে। এত দিন বেঁচে থাকার রহস্যের কারণের জন্য ইয়াসুতারো বলেছিলেন, সব সময় হাসিখুশি থাকা। আর শরীর-মনকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ না করা।


জাপানে অন্যান দেশের মানুষদের তুলনায় আয়ু খুব বেশি হয়। ৬৫-এর বেশি বয়সী মানুষের সংখ্যা জাপানে প্রায় ১২ কোটি ৭০ লক্ষ।


বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক ব্যক্তির নাম সুনা মুশেট জোন্‌স। সেই মার্কিন মহিলার বয়স ১১৬।