ওয়েব ডেস্ক : চলে গেলেন বিশ্বের প্রবীণতম নাগরিক। ১১৭ বছর বয়সে মৃত্যু হল এমা মোরানো। তিনিই ছিলেন উনবিংশ শতকের একমাত্র জীবিত মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- টেস্ট লঞ্চের সময় মুখ থুবড়ে পড়ল উত্তর কোরিয়ার ব্যালাস্টিক মিসাইল


দীর্ঘ জীবনে বহু ঘটনার সাক্ষী ছিলেন এমা। একমাত্র মানুষ যিনি তিন শতকের সাক্ষী। ১৮৯৯ সালে ইতালির পিডমন্ট অঞ্চলে জন্ম এমা মোরানোর। জীবনকালে দুটি বিশ্ব‌যুদ্ধ, হিটলারের রাজত্ব, লেনিনের মতো মানুষদেরও দেখেছেন তিনি। দেখেছেন নিজের দেশের ১২ জন রাষ্ট্রপতিকে, ১১ জন পোপকে। তবে সারা জীবনের একটাই আক্ষেপ ছিল তাঁর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারাতে হয় প্রেমিককে।


খবরে প্রকাশ জীবনে শাকসবজি বা ফল খুব একটা খননি এমা। রোজ তিনটে করে ডিম খেতেন তিনি। বিস্কুট খেতেও ভালোবাসতেন। সামান্য অ্যানিমিয়া বাদে আর কোনও রোগ ছিল না তাঁর।