জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বের সবচেয়ে ধনী শহর (World’s Richest City) কোনটি? বিরল এই তকমা পেল নিউ ইয়র্ক (New York) শহর। সারা বিশ্বের মধ্যে এই শহরেই ধনীর সংখ্যা সর্বাধিক। গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক এক সমীক্ষার রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে। এই তালিকায় ভারতেরও (India) কয়েকটি শহর রয়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ৩ লক্ষ ৪০ হাজার মিলিওনেয়ার থাকেন শুধু নিউ ইয়র্কেই! ফলে এটিই বিশ্বের সবচেয়ে ধনী শহর হিসেবে বিবেচিত হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Hybrid Eclipse: মাত্র ক'দিন পরেই 'হাইব্রিড' সূর্যগ্রহণ! কবে কোথা থেকে দেখা যাবে মহাজাগতিক সোনার আংটি?


হেনলি অ্যান্ড পার্টনার্স-এর সাম্প্রতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী,  নিউ ইয়র্কের পরে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জাপানের রাজধানী টোকিও এবং সানফ্রান্সিসকো। এই দুটি শহরে মিলিওনেয়ারের সংখ্যা যথাক্রমে ২ লক্ষ ৯০ হাজার ৩০০ এবং ২ লক্ষ ৮৫ হাজার। 


এরপর ধনীতম শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে লন্ডন। প্রসঙ্গত, ২০০০ সালে বিশ্বের ধনীতম তালিকার শীর্ষে ছিল লন্ডন। ২০ বছরে চতুর্থ স্থানে নেমে গিয়েছে এই শহর। বর্তমানে এই শহরে মিলিওনেয়ারের সংখ্যা ২ লক্ষ ৫৮ হাজার। 


আরও পড়ুন: Alaska: উজ্জ্বল সর্পিল উদ্ভট! রাতের আকাশে রহস্যময় ওই বস্তুটি কী, কোথা থেকে এল?


লন্ডনের পরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এই শহরে ধনীর সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার ১০০। মার্কিন যুক্তরাষ্ট্রের আরও তিন শহর 'দ্য বে এরিয়া', 'লস অ্যাঞ্জেলস' এবং 'শিকাগো'র নাম আছে ধনীতম শহরের তালিকায়। চিনেরও দুটি শহর বেজিং ও সাংহাই রয়েছে এই তালিকায়।


ভারতের কোনও শহর অবশ্য এই তালিকার প্রথম ২০-র মধ্যে নেই। ২১ নম্বরে স্থান পেয়েছে ভারতের বহুচর্চিত বাণিজ্যনগরী মুম্বই। দিল্লি ও বেঙ্গালুরুও অবশ্য গ্লোবাল ওয়েল্থ ট্র্যাকার হেনলি অ্যান্ড পার্টনার্স-এর এই সাম্প্রতিক তালিকায় ঠাঁই পেয়েছে। তবে এই শহরগুলির স্থান তালিকার অনেকটাই নীচে।


নিউইয়র্ক সিটি শহরকে 'দ্য বিগ অ্যাপল' নামে ডাকা হয়। শহরটিতে ৩ লাখ ৪০ হাজার কোটিপতির পাশাপাশি ৭২৪ জন বাসিন্দা আছেন, যাঁদের সম্পদের পরিমাণ ১০ কোটি ডলার বা তার বেশি। আর ৫৮ জন বাসিন্দার সম্পদের পরিমাণ একশো কোটি ডলারের বেশি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)