ওয়েব ডেস্ক: ফাল্গুনের চাঁদিফাটা গরমে টিভির পর্দায় চোখ রেখেও স্বস্তি। আহ্, মনটা যেন জুড়িয়ে গেল। চারিদিকে সাদায় সাদা। বরফের চাদরে ঢেকে আছে গোটা শহর। না না, ভারতের কোনও শহর নয়। এ দৃশ্য মেক্সিকোর। গাছগাছালির সবুজালি উধাও। সব সাদা। রাস্তাঘাটের কালো পিচ বদলেছে তার রঙ। দিনেদুপুরে আলো জ্বালিয়েই ছুটছে গাড়ি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঝিরিঝিরি বৃষ্টিতে নয়। অঝোরধারায় ডুবেছে পেরু। উত্তর পেরুর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বন্যায় গ্রাম, নগরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। উল্টে পড়েছে বাস। কুকুরটির অবস্থা শোচনীয়। কোনওমতে উদ্ধার করা হয় তাকে। বন্যায় মৃত অন্তত পাঁচ। প্রায় দুহাজার পরিবার গৃহহীন। উদ্ধারকাজে নেমেছে সেনা।


 



মেলবোর্নে জোকারের বেশে ম্যাডোনা। কিশোর পুত্রের দাবিদার কে? ম্যাডোনা নাকি তাঁর প্রাক্তন স্বামী গাই রিচির? তা নিয়েই কোর্টে চলছে লড়াই। আর কোর্টের বাইরে শো করছেন বিখ্যাত গায়ক। নাম টিয়ারস অফ আ ক্লাউন। ট্রাইসাইকেলে চড়ে মঞ্চে ঘুরছেন তিনি। পড়েও যান ম্যাডোনা।