নিজস্ব প্রতিবেদন: করোনা পিছু ছাড়ছে না আমাদের। টিকাকরণের পরেও নতুন নতুন আশঙ্কায় ভুগতে হচ্ছে। একটার পর একটা ধরনের সঙ্গে লড়ে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি। কিন্তু মন থেকে ভয় পুরোপুরি যাচ্ছে না। যদি আর কোনও নতুন ধরন চলে আসে? বাস্তবিক, সেই আশঙ্কাই সত্যি হল। চলে এল 'এক্সই ভ্যারিয়েন্ট'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনাভাইরাসের ওমিক্রন ধরনের এক নতুন ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়েছে ব্রিটেনে। দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে। এবং  প্রাথমিকভাবে তাদের হাতে আসা তথ্যপ্রমাণ ইঙ্গিত দিচ্ছে, ওমিক্রনের মূল সাব-ভ্যারিয়েন্টের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক।


নতুন এই ভ্যারিয়েন্টকে আমরা এতদিনে সকলেই চিনে গেছি-- 'এক্সই'। ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা এই 'এক্সই' ছাড়াও 'এক্সডি' ও 'এক্সএফ' নামে আরও দুটি একই ধাঁচের ভ্যারিয়েন্টের উল্লেখ করেছে এবং এগুলিকে পর্যবেক্ষণেও রেখেছে। 'এক্সডি' ফ্রান্স, ডেনমার্ক ও বেলজিয়ামে শনাক্ত হওয়া বিএ.১ ভ্যারিয়েন্টের সংকর রূপ। আর 'এক্সএফ ডেলটা'ও বিএ.১-এরই পরিবর্তিত রূপ বলে জানা গিয়েছে।


ব্রিটেনের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা বলেছে, নতুন শনাক্ত 'এক্সই' নিয়ে প্রধান উদ্বেগ হল-- এটি ওমিক্রনের দুটি ভ্যারিয়েন্ট বিএ.১ ও বিএ.২-এর মিশ্রণ। ওমিক্রনের এ দুই ভ্যারিয়েন্টের জেরে বিশ্বের অনেক জায়গায় করোনা সংক্রমণের নতুন ঢেউ দেখা দিয়েছিল।


তবে এখনও পর্যন্ত 'এক্সই' ভ্যারিয়েন্ট শুধু ব্রিটেনেই শনাক্ত হয়েছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা সংস্থার হিসাবে দেশটিতে ৬০০-র বেশি মানুষ 'এক্সই'-তে সংক্রমিত। বিএ.২-এর নমুনা পরীক্ষা করে যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা দেখেছে, 'এক্সই' ৯.৮ শতাংশ বেশি সংক্রামক। তবে এটি প্রকৃতপক্ষে কতটা দ্রুত ছড়ায়, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আরও পড়ুন: কী করে বুঝবেন Coronavirus-এর নতুন XE variant-য়ে সংক্রমিত হয়েছেন? নজর রাখুন এই উপসর্গের দিকে


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)