ওয়েব ডেস্ক: আমরা সাধারণত জানি মাছের চোখের পাতা নেই, তারা জলের নিচেও চোখ খুলে সাঁতার কাটতে পারে। কিন্তু এটা কি জানেন অনেক মাছের আবার চোখও নেই। অথচ তারা শুধু জলে সাঁতার কাটাই নয়, দেওয়াল বেয়েও উঠতে পারে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


হ্যাঁ, এমনই এক মাছ দেখা গিয়েছে থাইল্যান্ডে। এই মাছগুলির চোখ নেই। এরা দেখতে পায় না। অনেকদিন আগে এই ধরণের কিছু মাছ দেখা গিয়েছিল। এই মাছগুলির নাম ক্রিপটোটোরা থামিকোলা। অদ্ভূত ধরণের এই মাছগুলি। তবে ক্রিপটোটোরা থামিকোলাই একমাত্র অন্ধ মাছ নয়। পাওয়া গেল আরও এক ধরণের মাছ, যার চোখ নেই। তবু এরা মসৃন এবং অমসৃন উভয় জায়গাতেই চলতে পারে। এই মাছগুলির কেভফিস নামেই পরিচিত।