পর্যটনের বিকাশে ফিরল ১০০ বছরের স্টিম ইঞ্জিন
হেরিটেজ ফিরে এল। পর্যটনের বিকাশে ১০০ বছরের স্টিম ইঞ্জিন ফিরল সিমলায়। ফেরা মাত্রই হিট। পর্যটকরা এতে চড়ে নৈসর্গিক দৃশ্য উপভোগ করছেন চুটিয়ে।
ওয়েব ডেস্ক: হেরিটেজ ফিরে এল। পর্যটনের বিকাশে ১০০ বছরের স্টিম ইঞ্জিন ফিরল সিমলায়। ফেরা মাত্রই হিট। পর্যটকরা এতে চড়ে নৈসর্গিক দৃশ্য উপভোগ করছেন চুটিয়ে।
কালকা-সিমলা হেরিটেজ লাইনে নামানো হয়েছে ১১২ বছরের এই ট্রেনটি। ৩৯ বছর পর ২০১০-এ কিছুদিনের জন্য স্টিম ইঞ্জিনটি চালানো হয়েছিল। পরে আবার বন্ধ হয়ে যায়। আবার সেই অনুভুতি ফিরিয়ে আনল সিমলা। মঙ্গল এবং বুধবার ট্রেনে চড়ে শহর ঘুরতে পর্যটকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। রক্ষণাবেক্ষণের খরচ খুব বেশি হলেও ইঞ্জিনটি সংরক্ষণের ব্যবস্থা করছে রেল। ১ হাজার ২০০ গ্যালন জল ধরার ক্ষমতা রাখে এই ইঞ্জিনটি। ২০০৮ সালে কালকা-সিমলা লাইনটিকে বিশ্ব হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো।