সবংকাণ্ডের প্রতিবাদে ডাকা বাংলা বনধের দিন বদল করল কংগ্রেস। ২০ অগাস্টের বদলে ১৮ অগাস্ট, মঙ্গলবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে । ওই দিন রাজীব গান্ধীর জন্মদিন। ওই দিন বনধ ডাকা নিয়ে আগে থেকেই  দ্বিমত ছিল কংগ্রেসের মধ্যে। এর ফলে আজ বনধের দিন বদলের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। ওই দিন বারো ঘণ্টা বাংলা বনধের ডাক দেওয়া হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল ২০ অগাস্ট বাংলা বনধের ডাক দিয়েছিল কংগ্রেস। তৃণমূলের অরাজকতা এবং বন্যা পরিস্থিতি সামলাতে সরকারের ব্যর্থতার অভিযোগে বনধের ডাক দেওয়া হয়েছিল।  দার্জিলিংয়ে এই ঘোষণা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।


সেদিন সবংয়ের ঘটনায় নিয়ে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি। সিবিআই তদন্ত দাবি জানান । ঘটনায় ছাত্র পরিষদের কেউ জড়িত থাকলে ছাড়া পাবেন না বলেও জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।