হাবরা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার ২, পলাতক ১
হাবরা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার দুই। এখনও পলাতক এক দুষ্কৃতী।
ওয়েব ডেস্ক: হাবরা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার দুই। এখনও পলাতক এক দুষ্কৃতী।
আরও পড়ুন- টিউশন পড়তে যাওয়ার পথে ছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ
গত বুধবার কালীপুজোর বিসর্জনের রাতে মছলন্দপুরের একটি বাড়িতে চড়াও হয় তিন দুষ্কৃতী। জল খেতে চেয়ে বাড়ির দরজায় টোকা দেয় তারা। গৃহবধূ দরজা খুলতেই তিন দুষ্কৃতী ভিতরে ঢুকে পড়ে। মহিলাকে মারধর করে গণধর্ষণের অভিযোগ। হাবরা থানায় অভিযোগ দায়েরের পর মূল অভিযুক্ত সুরজিত্ মল্লিককে গ্রেফতার করে পুলিস। পরে রাজু মল্লিককে গ্রেফতার করা হয়। নিবাস নামের তৃতীয় দুষ্কৃতী এখনও পলাতক।