ওয়েব ডেস্ক: আজ রাজ্যে দ্বিতীয় দফার ভোট। ৭ রাজ্যের ৫৬টি কেন্দ্রে চলছে। এই ৫৬টি কেন্দ্রে কী ছিল ২০১১ বিধানসভা নির্বাচনের ফল? কোন কেন্দ্র ছিল কার দখলে? এক ঝলকে দেখে নিন ২০১১ এর ফলাফল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তৃণমূল কংগ্রেস- ১৮টি আসন, কংগ্রেস- ১৮টি আসন, বামফ্রন্ট- ১৫টি, অন্যান্য-৫


দার্জিলিং (৬টি কেন্দ্র)
তৃণমূল- (১টি আসন)  শিলিগুড়ি,
কংগ্রেস- (২টি আসন) মাটিগাড়া-নক্সালবাড়ি,  ফাঁসিদেওয়া,
অন্যান্য- (৩টি আসন) কালিম্পং ( গোর্খা জনমুক্তি মোর্চা), দার্জিলিং ( গোর্খা জনমুক্তি মোর্চা), কার্শিয়াং ( গোর্খা জনমুক্তি মোর্চা)


জলপাইগুড়ি (৭টি কেন্দ্র)
তৃণমূল- (২টি আসন) দেবগ্রাম-ফুলবাড়ি, রাজগঞ্জ
কংগ্রেস- (২টি আসন) জলপাইগুড়ি, নাগরাকাটা
বামফ্রন্ট-  (৩টি আসন) ধূপগুড়ি, ময়নাগুড়ি , মাল


আলিপুরদুয়ার (৫টি কেন্দ্র)
তৃণমূল- (১টি আসন)ফালাকাটা
কংগ্রেস- (১টি আসন) আলিপুরদুয়ার
বামফ্রন্ট- (২টি আসন) কুমারগ্রাম, মাদারিহাট,
অন্যান্য- (১টি আসন)কালচিনি ( গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত নির্দল)


উত্তর দিনাজপুর (৯টি কেন্দ্র)
তৃণমূল- (২টি আসন)  ইসলামপুর, ইটাহার
কংগ্রেস- ( ৩টি আসন) গোয়ালপোখর, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ,
বামফ্রন্ট- ( ৩টি আসন) চাকুলিয়া , করণদিঘি , হেমতাবাদ
অন্যান্য- (১টি আসন) চোপড়া (নির্দল)


দক্ষিণ দিনাজপুর (৬টি কেন্দ্র)
তৃণমূল- (৫টি আসন) কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর
বামফ্রন্ট- (১টি আসন) কুশমাণ্ডি


মালদহ (১২টি কেন্দ্র)
তৃণমূল- (১টি আসন) মানিকচক
বামফ্রন্ট- (৩টি আসন) হাবিবপুর, হরিশচন্দ্রপুর, মালতিপুর,
কংগ্রেস- (৮টি আসন) গাজল, চাঁচল, রতুয়া, মালদহ, ইংরেজবাজার, সুজাপুর, কংগ্রেস, বৈষ্ণবনগর


বীরভূম (১১টি কেন্দ্র)
তৃণমূল- (৬টি আসন) সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, রামপুরহাট,  মুরারী
কংগ্রেস- (২টি আসন) হাসন, নলহাটি,
বামফ্রন্ট- (৩টি আসন) দুবরাজপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর