ওয়েব ডেস্ক : গতবারের থেকে এবারের পাশের হার সামান্য বেড়েছে। মোট পাশের হার ৮২.৭৪ শতাংশ। তবে এবারও কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা। জেলাগুলির মধ্যে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, ৯৩.১০ শতাংশ। কলকাতায় পাশের হার ৯০.৬২ শতাংশ। পরীক্ষা শেষের ৮৯ দিনের মাথায় এবার ফল প্রকাশ হল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে কোন জেলায় পাশের হার কত


  • দার্জিলিং- ৭৭.৬৮ শতাংশ

  • জলপাইগুড়ি- ৬৭.৮০ শতাংশ

  • আলিপুরদুয়ার- ৭১.০৬ শতাংশ

  • কোচবিহার- ৭৩.৯৮ শতাংশ

  • উত্তর দিনাজপুর- ৬৯.৪১ শতাংশ

  • দক্ষিণ দিনাজপুর- ৭৪.৮৮ শতাংশ

  • মালদা- ৮২.৭৬ শতাংশ

  • মুর্শিদাবাদ- ৭৭.৭৮ শতাংশ

  • বীরভূম- ৭২.৪২ শতাংশ

  • বর্ধমান-- ৭৬.৯৩ শতাংশ

  • নদীয়া- ৭৯.২২ শতাংশ

  • পুরুলিয়া- ৭৬.৭৮ শতাংশ

  • বাঁকুড়া- ৭৪.৬৮ শতাংশ

  • পশ্চিম মেদিনীপুর- ৮৫.৮১ শতাংশ

  • পূর্ব মেদিনীপুর- ৯৩.১০ শতাংশ

  • হুগলী- ৮৫.১৭ শতাংশ

  • হাওড়া- ৮৪.৫১ শতাংশ

  • কলকাতা- ৯০.৬২ শতাংশ

  • উত্তর ২৪ পরগনা- ৮৮.৩৫ শতাংশ

  • দক্ষিণ ২৪ পরগনা- ৮৯.৪৬ শতাংশ