রাজ্য সরকার পরিচালিত লিলুয়া হোম থেকে শুক্রবার সকালে পালিয়ে যান উনত্রিশ জন আবাসিক। পরে পুলিসের হাতে ধরা পড়ে যান সকলেই। তবে হোমে তাঁদের ফেরত আনার পর বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। ঘটনাস্থলে পৌছয় পুলিস। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন হোমের চারজন আবাসিক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লিলুয়া হোম থেকেই তিন দিন আগেই পালিয়ে যান হোমের পঁচিশ জন আবাসিক। দিন সাতেক আগে হলদিয়া থেকে উদ্ধার করা হয় পাচার হতে চলা উনত্রিশজন মহিলাকে। তাঁদের নিয়ে আসা হয় লিলুয়ার সরকারি হোমে। শুক্রবার সকালে হোম থেকে পালিয়ে যান ওই উনত্রিশজনই। তবে পুলিসের হাতে ধরা পড়ে যান তাঁরা। ফের হোমে ফিরিয়ে আনা হলে বিক্ষোভে ফেটে পড়েন ওই মহিলারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিসবাহিনী। পৌছন সমাজকল্যাণ দফতরের আধিকারিকরাও।


কিন্তু কেন পালিয়ে যেতে চেয়েছিলেন ওই মহিলারা? যদিও এবিষয়ে অন্য ব্যাখ্যা দিচ্ছে পুলিস ও প্রশাসন। এই প্রথম নয়। বাইশ জুলাই ওই হোম থেকে ই পালিয়ে যান পঁচিশজন আবাসিক। তাঁদের মধ্যে এখনও খোঁজ মেলেনি দুজনের।