ওয়েব ডেস্ক: মালদহে ২৪ ঘণ্টায় পরপর ৩ জায়গায় চলল গুলি। স্বাভাবিকভাবেই ফের প্রশ্নের মুখে জেলার আইশৃঙ্খলা। প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়েও। গত ৩ দিনে এপর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিস। ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে জাল নোট ঢোকা, গরু পাচারসহ একাধিক সমস্যা মালদহের নিত্য সমস্যা। সেই সঙ্গে এবার মাথাচারা দিয়েছে অবাধ দুষ্কৃতী রাজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত ২৪ ঘণ্টার মধ্যে পরপর ৩ জায়গায় চলল গুলি। শনিবার কালিয়াচকে রেলের জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে ব্যাপক বোমাবাজি হয়। চলে গুলিও। ঘটনায় জখম হন পাশের মুদির দোকানে দাঁড়িয়ে থাকা দশম শ্রেণির এক ছাত্র। রাতভর তাণ্ডব চলে মানিকচক, ইংরেজবাজারেও। মানিকচকে গুলিবিদ্ধ হয়েছেন দুজন। ইংরেজবাজারে দুষ্কৃতীদের গুলিতে জখম এক। ধারালো অস্ত্রের কোপে আহত আরও এক। মালদহ মেডিক্যালে এপর্যন্ত দুষ্কৃতী তাণ্ডবে ভর্তি পাঁচজন।


একের পর এক ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ফের প্রশ্নের মুখে এলাকার আইশৃঙ্খলা। প্রশ্ন প্রশাসনের ভূমিকা নিয়েও। একই দিনে তিন জায়গায় দুষ্কৃতীতাণ্ডবের ঘটনায় কী করছে পুলিস?


পুলিসের দাবি, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে নদী পেরিয়ে কালিয়াচক, মানিকচকে ঢুকছে দুষ্কৃতীরা। রাতভর তাণ্ডব চালিয়ে ফের ভোর হতেই গা ঢাকা দিচ্ছে তারা। কালিয়াচকের ঘটনায় দুজনসহ গত তিনদিনে গ্রেফতার হয়েছে ২৭ জন। উদ্ধার হয়েছে বেশকিছু ধারালো অস্ত্র। দুষ্কৃতীদের ধরতে স্পেশাল টিম গড়েছে পুলিস। বিভিন্ন এলাকায় চলছে ধড়পাকড়ও।