ওয়েব ডেস্ক: বর্ধমানের গলসিতে বাম প্রার্থী নন্দদুলাল পণ্ডিতের গাড়িতে বোমা। সেই সময় গাড়িতে প্রার্থীর বদলে ছিলেন তাঁর তিন পোলিং এজেন্ট। বোমায় তাঁদের কিছু না হলেও, গাড়ি থেকে তিনজনকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। প্রার্থীর গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগের আঙুল উঠলেও, ঘটনায় তাদের দলের কেউ জড়িত নেই বলে দাবি গলসির তৃণমূল প্রার্থী অলক মাঝির।


সিপিএমকে ভোট দেওয়ায় বেশ কয়েকজনকে মারধর করা হল বর্ধমানের মাঠপাড়ায়। অভিযোগ, ভোট শেষ হওয়ার পর সিপিএম সমর্থকদের ওপর লাঠি, রড দিয়ে হামলা চালায় তৃণমূল কর্মীরা। জখম চার মহিলাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।