ওয়েব ডেস্ক: বাঁশদ্রোণীর পর জলপাইগুড়ির রাজগঞ্জ আর ডামডিম চা বাগান। একদিনে রাজ্যে ছয় শিশুর মৃত্যু। ডামডিম চা বাগানে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু। জলপাইগুড়িতে পুকুরে পড়ে গিয়ে মৃত্যু ২ শিশু কন্যার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেলতে গিয়ে ঘরে ফেরেনি ছোট্ট শুভদীপ আর অঙ্কিত। দক্ষিণ শহর তলির নিম্নবিত্ত পরিবার দুটির সম্বল এখন শুধুই চোখের জল। শনিবার কোলের শিশুকে হারানোর শোকে এক হয়ে গেল কলকাতা আর জলপাইগুড়ি। রাজগঞ্জ আর মালবাজারের ডামডিম চাবাগানে মৃত্যু হল মোট চার শিশুর।


মালবাজারের ডামডিম চা বাগানে জমানো জলের গর্তে পড়ে মৃত্যু হল ২ শিশুর।  ৬ বছরের শিমরন বিশ্বকর্মা ও ৭ বছরের সুরজ বিশ্বকর্মার ডামডিম চা বাগানের মহাজাতি কলোনিতে বাসিন্দা। চা বাগানে গর্ত করে স্থানীয় নদীর জল জমিয়ে রাখেন বাগান কর্তৃপক্ষ। ওই জমানো জলই দেওয়া হয় চাবাগানে। সেই জলে পড়েই বিপত্তি।


খেলতে গিয়ে ঘরে ফেরা হল না জলপাইগুড়ি রাজগঞ্জের ২শিশু কন্যার। তালমা আমবাড়ি এলাকায় পুকুরে পড়ে মৃত্যু হল ৩ বছরের সিল্কি রায় ও ৪ বছরের মনীষা দত্তের।