ব্যুরো: আদালতে বেকসুর খালাস পেয়ে গেল বালির তপন দত্ত খুনের পাঁচ অভিযুক্ত। এদের মধ্যে দুজন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। হাওড়ার ফাস্ট  ট্র্যাক আদালত আজ এই রায় দিয়েছে। তবে সিআইডি তদন্তে অসন্তুষ্ট হয়ে ইতিমধ্যেই সিবিআইয়ের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তপন দত্তের স্ত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১১ সালের ৬ ই মে খুন হন বালির তৃণমূল নেতা ও পরিবেশকর্মী তপন দত্ত।  জলাজমি ভরাটের প্রতিবাদে আন্দোলনে শুরু করেছিলেন তিনি। তৃণমূলের একাংশের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে পরিবার। রাজ্যের মন্ত্রী অরূপ রায় এই যড়যন্ত্রে যুক্ত বলেও অভিযোগ ওঠে।  শনিবার সেই মামলার রায় দিল হাওড়ার ফাস্ট ট্র্যাক আদালত।


সিআইডি তদন্ত নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন নিহতের স্ত্রী। শনিবারের রায়ের পর আদৌ আশ্চর্য নন তিনি।


তপন দত্ত খুনের মামলায় ষড়যন্ত্র করে  তৃণমূলের নাম জড়ানো হচ্ছে বলে অভিযোগ মন্ত্রী অরূপ রায়ের।


সিবিআই তদন্ত চেয়ে আগেই হাইকোর্টে মামলা করেছেন প্রতিমা দত্ত।  ১২ই ডিসেম্বর সেই মামলার শুনানি।