ওয়েব ডেস্ক: মুহুর্তে ছত্রখান হোলির আনন্দের সুর। পুরী বেড়াতে যাওয়ার পথে, দুর্ঘটনায় মারা গেলেন বাগুইআটির সাহাপাড়ার ছয় বাসিন্দা। ওড়িশার জাজপুরে দুর্ঘটনায় পড়ে তাঁদের গাড়ি। মৃতদের মধ্যে রয়েছে এক শিশুও। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি দু-জন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গাড়ির ভেঙে-তুবড়ে যাওয়া এই ছবিই বলে দিচ্ছে, কতটা ভয়ঙ্কর ছিল দুর্ঘটনা। ওড়িশার জাজপুরের নেউলপুরে, এই দুর্ঘটনায় প্রাণ হারালেন বাগুইআটির সাহাপাড়ার ছ-জন। গত মঙ্গলবার দীঘা যান তাঁরা। এদিন সেখান থেকেই দুটি গাড়িতে গোটা দল পুরীর উদ্দেশে রওনা দেয়। আগের স্করপিও গাড়িতে ছিলেন মোট ১১ জন। পিছনে যাচ্ছিল আরও একটি গাড়ি। নেউলপুরে পৌছনর পরই, হঠাত্‍ সামনের গাড়িটি বেসামাল হয়ে রাস্তার পাশের একটি লাইট পোস্টে ধাক্কা মারে। বেশ কয়েকবার পাল্টি খেয়ে গাড়িটি পাশের মাঠে গিয়ে পড়ে । 


দুর্ঘটনার খবর বাগুইআটিতে পৌছতেই, শোকে ডুবে যায় গোটা পাড়া। ঘটনার খবর পেয়ে এলাকায় যান তৃণমূল সাংসদ দোলা সেনও। কয়েকদিনের টানা ছুটিতে, চুটিয়ে আনন্দ করাই প্ল্যান ছিল। কিন্তু সেখানে তাঁদের এমন পরিণতি হতে পারে, কিছুতেই বিশ্বাস করতে পারছেন না সাহাপাড়ার বাসিন্দারা।