ওয়েব ডেস্ক: বিধাননগর মডেলেই ষষ্ঠ দফার ভোট সামলাল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মাঠে নেমে দুষ্কৃতীদের ঠান্ডা করল পুলিস। ভাঙড়, আরামবাগ, গোঘাটের মতো যেসব জায়গায়, প্রতি নির্বাচনে অশান্তি আর রক্তস্নানই ছিল ট্রেন্ড, সেখানে এবার অন্য ছবি। বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটলেও, ২০১৬-য় অচেনা ভোট দেখল ভাঙড়, আরামবাগ আর গোঘাট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বারুইপুরে গুলিবিদ্ধ ৪ জন। নবগ্রাম গ্রামপঞ্চায়েতের গৌরদহ স্কুলে গ্রামবাসীদের লক্ষ্য করে দুষ্কৃতীদের গুলি। এক কিশোর সহ জখম ৪। আহতদের মধ্যে আবদুস সালাম নামে এক প্রতিবন্ধীও রয়েছেন। জখমদের দলীয় সমর্থক দাবি করে, সিপিএমের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। অভিযোগ মানতে চায়নি সিপিএম। বারুইপুরের ঘটনায় রিপোর্ট তলব কমিশনের।


ভাঙড়ের উত্তরগাজিতে তৃণমূলের বিক্ষোভে এলাকা ছাড়তে হল রেজ্জাক মোল্লাকে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, দুটি বুথে গিয়ে ছাপ্পার নির্দেশ দেন রেজ্জাক। তার প্রতিবাদে রুখে দাঁড়ান তৃণমূল কর্মীরা। আরাবুলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ রেজ্জাকের। ভাঙরের সাতুলিয়া হাই মাদ্রাসার সামনে দুপক্ষের সংঘর্ষ। আরাবুল অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ রেজ্জাক অনুগামীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যান ভাঙড়ের তৃণমূল প্রার্থী রেজ্জাক।


সিপিএম সমর্থক হওয়ায় একই পরিবারের ৩০ জনকে ভোট দিতে দেওয়া হয়নি। হুমকি অগ্রাহ্য করে ভোট দিতে যাওয়ায় মারধর। অভিযোগ মগরাহাট পশ্চিমের সিপিএম প্রার্থীর। তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার।


ভোটের দিনও বোমা উদ্ধার কলকাতায়। লেক থানার অন্তর্গত ৪৯৮ কেয়াতলা রোডে মিলেছে বোমা। বুথের ৩০০ মিটার দূরে একটি ব্যাগ থেকে ৩টে বোমা উদ্ধার।


মেটিয়াবুরুজে তৃণমূল-সিপিএম সংঘর্ষ। লিচুবাগানে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রহমত আনসারির দেহরক্ষীকে মারধরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। সিপিএমের পাল্টা অভিযোগ, তৃণমূল ভোটারদের ভয় দেখাচ্ছিল।


সিপিএম এজেন্টকে মেরে বের করে দেওয়ার নির্দেশ সোনালি গুহর। তারপরই সাতগাছিয়ায় আক্রান্ত সিপিএমের পোলিং এজেন্ট শেখ মুজিবর। স্থানীয় তৃণমূল নেতা আলমের অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। সোনালি গুহর বিরুদ্ধে এফআইআরের নির্দেশ নির্বাচন কমিশনের।  


আরামবাগের পুইনগ্রামে রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ। মাথা ফাটল সিপিএম নেতার। গোঘাটের বাহারাশোলে ফরওয়ার্ড ব্লক প্রার্থী বিশ্বনাথ কারককে মারধর। হামলার অভিযোগে আটক দুই তৃণমূল কর্মী। ব্যাপক ধরপাকড় কেন্দ্রীয় বাহিনীর। বাড়িতে ঢুকে তল্লাসি।  গ্রেফতার পাঁচ গ্রামবাসী।


খানাকুলে অন্যের হয়ে ভোট দিতে দেখা গেল স্থানীয় তৃণমূল নেতা দুখীরাম বায়েনকে। নিরঞ্জনবাটী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বয়স্ক মহিলাকে প্রথমে মা বলে চালানোর চেষ্টা করেন তিনি। মহিলার পরিচয় ফাঁস হতেই তৃণমূল নেতা হাওয়া।


তারকেশ্বরের গিরিন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে।